মুস্তাফিজদের বোলিংয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখেছিলো মুম্বাই

ছবি:

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ভালো খেলেও শেষ পর্যন্ত হারতে হল মুম্বাই ইন্ডিয়ান্সকে। যদিও মাত্র ১৪৭ রানের পুজির পর বোলারদের পারফর্মেন্সে ম্যাচ জেতার স্বপ্ন দেখছিল মুম্বাই। ম্যাচ শেষে দলের বোলিং কোচ শেন বন্ড সংবাদ সম্মেলনে এসে জানান,
'আমরা আরও স্মার্ট ক্রিকেট খেলতে পারতাম। তাহলে আমাদের রান ১৬০-১৭০ এর মতো হতো। আমরা শুরুতে ভালো না করলেও ম্যাচের মাঝামাঝি সময়ে স্বপ্ন দেখতে থাকি। কেননা আমরা জানি আমাদের দলের বোলিং লাইনআপ বিশ্বসেরা। বোলাররা দারুণ বল করছিলো।'
তবে এই ম্যাচ হারে দলের বেশ কিছু বাজে সিদ্ধান্তকে দায়ী করছেন তিনি। 'আমরা ম্যাচটিকে শেষ বল পর্যন্ত নিয়েছি। আমাদের একটি উইকেট দরকার ছিল শুধু। তখন মনে হচ্ছিলো সুপার ওভার খেলবো আমরা। তবে আমরা ভালো খেলেছি, যা যথেষ্ট ছিল না।

'তাই আমাদের হেরে যেতে হল। আমরা ভালো খেলার পরেও দিনটি আমাদের ছিল না। আসলে আরও রান করা যেতো, তাহলে ম্যাচ জেতাটা সহজ হতো। আমরা বেশ কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি।'
আসরে এখন পর্যন্ত খেলা দুটো ম্যাচেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসরের গ্রুপ পর্বে মুস্তাফিজদের সামনে আরও ১২ টি ম্যাচ বাকী। সেই ম্যাচগুলোতে ভালো করে শিরোপার লড়াইয়ে থাকার ব্যাপারে আশাবাদী বন্ড। সাবেক কিউই গতি তারকা জানান,
'আমাদের স্কোয়াড যথেষ্ট ভালো। এরকম স্কোয়াড নিয়ে আসরের শিরোপার লড়াইয়ে থাকা যায়। আমরা হয়তো দুটো ম্যাচেই হেরেছি। তবে আসরের এখনো অনেক ম্যাচ বাকী। এমন স্কোয়াড নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।'