promotional_ad

ফিজ-বুমরাহঃ ডেথ ওভারের দুই বিশ্বসেরা

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শেষ বলের নাটকীয়তায় ১ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে, এই হারা ম্যাচেও বল হাতে দারুণ চমক দেখিয়েছেন বর্তমান বিশ্বের ডেথ ওভারের সেরা দুই বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও ভারতের জসপ্রিত বুমরাহ।


বুমরাহ হায়দ্রাবাদের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ৮ রান দেন। এরপর ষষ্ঠ ওভারে আবার বোলিংয়ে এসে ১৪ রান খরচ করেন এই তারকা পেসার। নিজের তৃতীয় ওভার করতে দলীয় ১৫ তম ওভারে  ৭ রান দিয়ে অধিনায়কের আস্থা অর্জন করেন নেন বুমরাহ।


১৮ তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মাত্র ৩ রান দিয়ে ইউসুফ পাঠান ও রশিদ খানের উইকেট তুলে নেন এই ভারতীয় পেসার। ফলে ম্যাচে ফিরে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজের প্রথম দুই ওভারে কিছুটা খরুচে হলেও শেষ দুই ওভারে নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজুর।


promotional_ad

এই টাইগার পেসার দলীয় অষ্টম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন। প্রথম পাঁচ বলে ১০ রান দিলেও, শেষ বলে হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেন তিনি। ১২ তম ওভারেও ১০ রান দেন এই পেসার তবে সেই ওভারে উইকেট শুন্য থাকেন তিনি।


দলীয় ১৪ তম ওভারে তৃতীয় ওভার করতে এসে মাত্র ৩ রান দিয়ে শেষ ওভারে ভাল কিছু করার ইঙ্গিত দেন এই কাটার মাস্টার। ১৯ তম ওভারে নিজের শেষ ওভারে একে একে সিদ্ধার্থ কউল ও সন্দিপ শর্মার উইকেট নিয়ে দলকে জয়ের কিনারায় নিয়ে গিয়েছিলেন মুস্তাফিজ।


তবে শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে ১৫ রান দিয়ে ম্যাচ হারিয়েছেন বেন কাটিং। ম্যাচ হারলেও দুর্দান্ত বোলিং করে মুম্বাইয়ের দুই পেসার বুমরাহ ও মুস্তাফিজ সবার নজর কেড়ে নিয়েছেন। তারা আবারও মনে করিয়ে দিয়েছেন কেন তারা বর্তমান বিশ্বের সেরা দুই ডেথ ওভার বোলার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball