দারুণ শুরুর পর ফিরলেন সাকিব

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নির্দিষ্ট ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
১৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শিখর ধাওয়ান ও ঋদ্ধিমান সাহার ব্যাটে দারুণ শুরু পায় হায়দ্রাবাদ। এই দুজনের বাইট চড়ে ৫.৫ ওভারে দলীয় অর্ধশতক পূরণ করে হায়দ্রাবাদ।
মারকান্দের করা সপ্তম ওভারের পঞ্চম বলে ইয়র্কার গুগলিতে বোকা হয়ে আউট হয়েছেন ২২ রান করা ঋদ্ধিমান সাহা। দলীয় অষ্টম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারের শেষ বলে কেন উইলিয়ামসনকে ইশান কিশানের ক্যাচ বানিয়ে আউট করেন মুস্তাফিজুর।
দারুণ খেলতে থাকা ওপেনার শিখর ধাওয়ান ৪৫ রান করে তরুণ স্পিনার মারকান্দের বলে ডিপে ধরা পড়েন বুমরাহর হাতে। এরপর মনিষ পান্ডিয়ার সাথে যোগ দেন সাকিব। সাকিব যোগ দেয়ার পরই মারকান্দের বলে এক্সট্রা কভারে রোহিত শর্মার হাতে ধরা পরেন মনিশ।
হায়দ্রাবাদের এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ১১ রান। তারপর সাকিবের সাথে যোগ দেন দিপক হুদা। সাকিব ১২ বলে ১২ রান করে মারকান্দের বলে বোল্ড হয়ে ফিরেছেন।
১৩ ওভার শেষে ৫ উইকেট না হারিয়ে হায়দ্রাবাদের সংগ্রহ ১০৭ রান। ম্যাচের শুরুতে হয়দ্রাবাদ দলপতি কেন উইলিয়ামসন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
ফলে ব্যাটিংয়ে নামেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও এভিন লুইস। প্রথম ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১ রান। তারপর ???্টেনলেকের বলে স্কয়ার লেগে দাঁড়ানো সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১১ রান করা রোহিত শর্মা।

তারপর এভিন লুইসের সাথে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশান। তাকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে মারমুখি হন ক্যারিবিয়ান তারকা এভিন লুইস। পঞ্চম ওভারের পঞ্চম বলে ইশান কিশানের ক্যাচ ছাড়েন মিড অফে ফিল্ডিং করা সন্দিপ শর্মা।
তবে, এর পরের ওভারের দ্বিতীয় বলে ইশান মাত্র ৯ রান করে আউট হয়েছেন সিদ্ধার্থ কউলের বলে থার্ড ম্যান অঞ্চলে দাঁড়ানো ইউসুফ পাঠানকে ক্যাচ দিয়ে। একই ওভারের শেষ বলে ২৯ রান করা এভিন লুইসকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন কউল।
দলীয় সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। সেই ওভারে মাত্র ১ রান খরচা করেন এই টাইগার অলরাউন্ডার। এরপর দলীয় অষ্টম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন সাকিব। সেই ওভারে ১৫ রান করা ক্রুণাল পান্ডিয়াকে উইলিয়ামসনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।
দলীয় ১৪ তম ওভারে আবারও বোলিংয়ে আসেন সাকিব। তৃতীয় ওভারে ১০ রান খরচ করেন এই বাঁহাতি অলরাউন্ডার। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা কাইরন পোলার্ডকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন স্টেনলেক।
পোলার্ড ২৮ রান করে সুইপার কভারে ক্যাচ দিয়েছেন শিখর ধাওয়ানকে। দলীয় ১৬ তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন সাকিব। এই ওভারেও হাত খুলে রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এই ওভারেও তার খরচ ১০ রান।
৯ রান করা বেন কাটিংকে বোল্ড করে ফিরিয়েছেন আফগান তরুণ স্পিনার রশিদ খান। ২৮ রান করা সূর্য কুমার যাদভ লং অনে হুদার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সন্দিপ শর্মার বলে।
একই ওভারে প্রদীপ সাংওয়ান কোনো আরন না করেই লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন। বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন মারকান্দে ও বুমরাহ। মারকান্দের ৬ ও বুমরাহ শেষ পর্যন্ত ৪ রানে অপরাজিত থাকলে মুম্বাইয়ের ইনিংস থামে ১৪৭ রানে।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রশিদ খান, সন্দিপ শর্মা, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কাউল।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
এভিন লুইস, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, প্রদিপ সাংওয়ান, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, জাসপ্রিত বুমরাহ, বেন কাটিং, মুস্তাফিজুর রহমান, মায়াঙ্ক মারকানদে।