পাপনের সঙ্গে কারস্টেনের গোপন বৈঠক

ছবি:

সাবেক প্রোটিয়া ক্রিকেটার গ্যারি কারস্টেনকে কোচ হিসেবে পেতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইপিএলে রয়্যাল চেলেঞ্জারস ব্যাঙ্গালুরুর হয়ে দায়িত্ব পালন করাতে বাংলাদেশের কোচ হতে রাজি হননি কারস্টেন।
তবে পরামর্শক হিসেবে থাকতে চেয়েছেন তিনি। এজন্য অবশ্য বিসিবির সাথে আলোচনা চলছিল না তার। শোনা যাচ্ছিলো এই আইপিএলের পরেই তার সঙ্গে বৈঠকে বসবে বিসিবি।
তবে আইপিএল চলাকালীন সময়েই নাজমুল হাসান পাপনের সঙ্গে গোপন বৈঠক করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এই কোচ। জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সভায় অংশ নিতে মালয়শিয়ায় গিয়েছিলেন নাজমুল হাসান পাপন।

আর সেখানে নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে অংশ নিতে এক দিনের ছুটি নিয়ে ব্যাঙ্গালুরু থেকে মালয়শিয়ায় গিয়েছিলেন কারস্টেন। বৈঠকও করেছেন বাংলাদেশ দলের পরামর্শক হওয়ার ব্যাপারে।
আইপিএল চলাকালে কারস্টেনের এমন সিদ্ধান্ত জানান দেয়, চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এগিয়ে চলেছেন তিনি। যদিও এই ব্যাপারে বিসিবি বা কারস্টেন কেউই আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেননি।
সূত্রঃ- যমুনা টিভি