নাইজেরিয়ার ক্রিকেটে মাখায়া এনটিনি

ছবি:

ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনি। তবে এবার ক্রিকেটার হিসেবে নয়, ফিরছেন টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। দক্ষিণ আফ্রিকার মিডিয়া নিশ্চিত করেছে বিষয়টি।
তবে নামীদামী কোনো দেশ বা দলের হয়ে নয়, আইসিসির সহযোগী একটি দেশের হয়ে এই পদে কাজ করবেন তিনি। তাকে দেখা যাবে নাইজেরিয়া দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে।

এদিকে তাকে পেয়ে উচ্ছ্বসিত নাইজেরিয়া ক্রিকেট এসোসিয়েশন। সংস্থাটির সহ সভাপতি উকি আকপাতা মিডিয়ার সামনে জানান, 'নাইজেরিয়ার ক্রিকেটে ভালো কিছু অন্তর্ভুক্তি হয়েছে শেষ কিছু দিনে। এনটিনিকে পেয়ে আমরা অবশ্যই অনেক অনুপ্রাণিত।'
এদিকে এই ব্যাপারে উত্তেজিত এনটিনি নিজেও; 'নাইজেরিয়ান ক্রিকেট ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রন জানানোর জন্য। শেষ কয়েকদিন মাঠে আমি যা দেখেছি তার জন্য আমি সন্তুষ্ট। মাঠে অনেক সম্ভাবনাময় ক্রিকেটারকে দেখেছি।'
উল্লেখ্য, ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার যথেষ্ট বর্ণীল ছিল এনটিনির। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা পেসারদের মধ্যে অবশ্যই তিনি একজন। আর আইপিএলে খেলেছিলেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে।