মুস্তাফিজ ভাবাচ্ছে মাশরাফিকে

ছবি:

সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডারকে প্রত্যেক ম্যাচেই একাদশে রেখে মাঠে নামতে চাইবে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
এর আগে সাকিব আইপিএল খেলেছেন কলকাতার হয়ে। ৭ মৌসুম তাদের দলে থাকলেও নিয়মিত হয়ে উঠতে পারেননি। কিন্তু হায়দ্রাবাদে আসার পর তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই মানছে টম মুডির দল।
নিজের প্রথম ম্যাচেই হায়দ্রাবাদের হয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছেন সাকিব। ছিলেন দলের অন্যতম সেরা বোলার। তাই সাকিবকে নিয়ে দুচিন্তায় নেই টাইগার কাপ্তান মাশরাফি বিন মোর্তজা।

উল্টো ডানহাতি এই পেসার চিন্তায় আছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। কারণ মুম্বাইয়ের একাদশে মিচেল ম্যাকক্লেনাগান, এভিন লুইস বা কাইরন পোলার্ডের মত বড় তারকারা আছেন।
যাদের মাঝে ফিজকে নিজেকে প্রমাণ করতে অনেক পরিশ্রম করতে হবে। এছাড়াও অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ইনজুরিতে পড়ায় আরেক বিদেশীকেও শীঘ্রই দলে ভেড়াবে মুম্বাই।
যেকারণে মাশরাফি মনে করেন মুস্তাফিজকে মুম্বাইয়ের একাদশে জায়গা ধরে রাখতে লড়াইয়ের পাশাপাশি নিয়মিত ভাবে পারফর্ম করতে হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে এসব নিয়েই কথা বলেছেন মাশরাফি। তিনি বলেন,
‘সাকিব অভিজ্ঞ আর হায়দরাবাদের ওকে লাগবেই। কিন্তু চিন্তাটা মোস্তাফিজকে নিয়ে। মুম্বাই ইন্ডিয়ানসে অনেক পেসার খেলছে। এক-দুই ম্যাচ খারাপ করলে বাদ পড়ার আশঙ্কা।’
উল্লেখ্য যে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। দু'দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।