চেন্নাইয়ে খেলতে পারবেনা চেন্নাই

ছবি:

চলতি আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ঘরের মাঠে আর কোন ম্যাচ খেলা হচ্ছেনা দুই বারের মহেন্দ্র সিং ধোনির চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের।
তামিলনাড়ুতে কাভেরী নদির পানি বন্টন ইস্যুকে নিয়ে বিক্ষোভের কারণে ঘরের মাঠ ছেড়ে পুনের মাঠে খেলতে হবে তাদের বাকি ম্যাচ গুলো। ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ খেলেছে চেন্নাই আর তাদের বাকি ছয়টি ম্যাচ হবে পুনেতে।
মঙ্গলবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম এবং শেষ ম্যাচ খেলেছিল ধোনির দল। দুই বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা দলটি দুর্দান্ত জয়ও তুলে নিয়েছিল।

তবে সেই জয়কে ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে কাভেরী জল নিয়ে বিতর্ক। মঙ্গলবার ম্যাচের আগেই সকাল থেকে স্টেডিয়ামের বাইরে তুমুল বিক্ষোভ হয়েছে। যেকারণে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে চার হাজার পুলিশকর্মী মোতায়েন করতে হয়েছিল।
যার পরও দফায় দফায় উত্তেজনা চলতে থাকে। রাতে ম্যাচের সময়ও গোলমাল তীব্র হয়ে ওঠে। তারা স্পষ্ট হুমকি দিয়েছিলেন, এর পরের ম্যাচ কিছুতেই করতে দেবেন না তাঁরা।
প্রতিবাদ আরও তীব্র হবে। সেটা ভেবেই বিসিসিআই কোনও ঝুঁকি নিতে চায়নি। যেকারণে তাদের সব ম্যাচ পুনেতে স্থানান্তর করা হয়েছে।