রানের পাহাড়ে রিয়াদরা

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে নর্থ জোনের বিপক্ষে ৫২৯ রান করে অল আউট হয়েছে সেন্ট্রাল জোন। জবাবে ১ ওভার ব্যাট করে কোনো রান না করেই দ্বিতীয় দিন শেষ করেছে নর্থ জোন। দুই ওপেনার মিজানুর রহমান ও জুনাইদ সিদ্দিকী অপরাজিত আছেন।
আগের দিনে সেন্ট্রাল জোনের সংগ্রহ ছিল তিন উইকেটে ২৪৯ রান। আগের দিন ২১ রানে অপরাজিত থাকা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ৫ রান যোগ করে আউট হয়েছেন ২৬ রান করে। আরেক অপরাজিত ব্যাটসম্যান মার্শাল আইয়ুব সেঞ্চুরি তুলে নিয়েছেন।
এই ব্যাটিং তারকা ১৩২ রান করে ফিরেছেন। তারপর তানবীর হায়দারের ৪৬ ও মোশাররফ হোসেনের অপরাজিত ৮৩ রানে রানের পাহাড়ে চড়ে সেন্ট্রাল জোন। এর আগে দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানের ব্যাটে দারুণ শুরু পায় সেন্ট্রাল।

এর আগে, প্রথম উইকেট জুটিতে ম্যারাথন ব্যাটিং করে দুইশ রানের জুটি গড়েন এই দুই তরুন ওপেনার। সাদমান সেঞ্চুরি তুলে আউট হলেও নব্বই এর ঘরে খেই হারিয়ে ফিরে যান আরেক ওপেনার সাইফ হাসান।
ধৈর্যশীল ব্যাটিং করে ৯৪ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। দুই ওপেনারের দেখান পথে হাঁটতে পারেননি তিন নম্বর ব্যাটসম্যান রাকিবুল হাসান। শুন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি।
নর্থ জোনের হয়ে ৪ টি উইকেট নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক, ২ টি করে উইকেট দখল করেছেন শরিফুল ইসলাম ও সানজামুল ইসলাম। ১ টি উইকেট গেছে ফরহাদ রেজার ঝুলিতে।