ব্রাভোর ক্লাবে যোগ দেয়ার অপেক্ষায় সাকিব

ছবি:

টি-টুয়েন্টি ফরম্যাটে ৪০০০ রান এবং ৩০০ উইকেট নেয়ার কীর্তি আছে শুধু মাত্র ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। তবে ব্রাভোর এই ক্লাবে যোগ দেয়ার দ্বারপ্রান্তে দাড়িয়ে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
আর মাত্র ২০ রান করতে পারলেই টি-টুয়েন্টিতে চার হাজার রান করবেন সাকিব। আর ৩০০ উইকেট শিকার থেকে মাত্র ৪ উইকেট দূরে আছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
সবকিছু ঠিক থাকলে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতেই এই মাইলফলকগুলো ছুঁয়ে ফেলবেন সাকিব।

এই মাইলফলক স্পর্শ করতে পারলে টি-টুয়েন্টিতে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এই ক্লাবে যোগ দিবেন তিনি। টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশী রানের মালিক ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।
১১০৬৮ রান নিয়ে সবার উপরে আছেন তিনি। তার সতীর্থ ডোয়াইন ব্রাভোর রান ৫৫৮২। অন্যদিকে বোলিং ৪১৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন এই অলরাউন্ডার।
আর ৩৯৬ উইকেট এবং ৩৯৮০ রান নিয়ে এই ক্লাবে যোগ দেয়ার খুব কাছে আছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।