কোহলির ব্যাটই রানার অনুপ্রেরণা

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) তৃতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বেঙ্গালুরু।
পনেরতম ওভারে উইকেটের খোঁজে থাকা কলকাতা নাইরাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক পার্ট টাইম বোলার নিতীশ রানার হাতে বল তুলে দেন। বোলিং করার খুব বেশি অভিজ্ঞতা না থাকা রানা প্রথম বলেই খেয়ে বসেন ছক্কা।

পরের বলে রানাকে তুলে মারতে গিয়ে লংঅনে ধরা পরেন ডি ভিলিয়ার্স। পরের বলেই রানার ফুল লেন্থের বল বোকা বনে বোল্ড হয়ে যান বেঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি। আর তাতেই ম্যাচে ফিরে কলকাতা।
এই দুর্দান্ত বোলিংয়ের কারণে রানা জাতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলির কাছ থেকে একটি ব্যাট উপহার পেয়েছেন। ব্যাটের ছবি দিয়ে সেই কথা নিজেই ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন রানা।
কোহলির দেয়া ব্যাট হাতে নিয়ে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন আপনি দেখবেন আপনাকে গ্রেট কোনো খেলোয়াড় উৎসাহ দিচ্ছেন, তখন আপনি বুঝে নেবেন আপনি সঠিক পথেই আছেন। বিরাট ভাইয়া, ব্যাটটার জন্য ধন্যবাদ। এটি সত্যিই একটি অনুপ্রেরণা আমার জন্য।’