ইনজুরির কবলে আইপিএল

ছবি:

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকে (আইপিএল)। এই জনপ্রিয় টি২০ আসরে খেলে থাকেন বিশ্বের নামীদামী সব ক্রিকেটাররা। এদের মধ্যে থেকে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে রীতিমত লড়াই করতে হয় দলগুলোকে।
নিজেদের বাজেটের মধ্যে সেরা কম্বিনেশন গঠনের চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে, সেরা কম্বিনেশন গড়েও এবার আসরের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কপালে চিন্তার ভাঁজ।
কারণ একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়ছেন। কলকাতা নাইট রাইডার্সের ভাগ্যটা অনেক বেশি খারাপই বলতে হয়। কারণ ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন তারকা পেসার মিচেল স্টার্ক।

তার বদলে মিচেল জনসনকে নিলেও, এই পেসার বয়সের ভারে বল হাতে চমক দেখাতে পারছেন না। ৯ কোটি ৪০ লক্ষ রুপিতে দলে টানা মিচেল স্টার্ককে পুরো আসর জুড়েই মিস করবে কলকাতা নাইট রাইডার্স।
টুর্নামেন্ট শুরুর আগেই পুরো মৌসুমের জন্য দিল্লি হারিয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে। সময়ের অন্যতম সেরা এই তরুণকে দলে ভেড়াতে ৪ কোটি ২০ লক্ষ রুপি খরচ করে দিল্লি। কিন্তু ইনজুরির তরুণ সম্ভাবনাময় এই পেসারকে পাওয়া হচ্ছে না দিল্লির।
অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার নিলকে তুলনামূলক কম মূল্যে কিনে নিলেও সেই সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত হচ্ছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু ইনজুরির কারণে এই অজি পেসারকে না পাওয়াতে ২ কোটি ২০ লক্ষ রুপির পুরোটাই যাচ্ছে বিফলে।
আইপিএলের ইনজুরিগ্রস্থ ক্রিকেটারদের তালিকায় আছেন লঙ্কান পেসার দুশমন্থ চামিরাও। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল তার। পিঠের ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই পেসারকে।
এদিকে, সোমবার ইনজুরির এই লম্বা তালিকায় যুক্ত হয় আরেক অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ৭ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেও কোনো ম্যাচ না খেলেই মাঠের বাইরে চলে গেছেন তিনি।