promotional_ad

দুই দেশে অনুষ্ঠিত হবে ইমার্জিং কাপ

promotional_ad

ইমার্জিং কাপের এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল চলতি বছরের এপ্রিলে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্ট আয়োজন পিছয়ে দিয়েছে। নতুন সূচি অনুযায়ী এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরে।


এদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও। এই জনপ্রিয় আসরের সহ আয়োজক করা হয়েছে শ্রীলঙ্কাকে। ইমার্জিং কাপের গত আসরের চ্যাম্পিয়ন লঙ্কানরাই।


পাকিস্তানকে হারিয়ে তারা এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের শিরোপা জিতে। ভারতের আপত্তির মুখে এই টুর্নামেন্টের ভেন্যু সড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আয়োজক হিসেবে বাংলাদেশের নামও ভাবা হচ্ছিলো।



promotional_ad

কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে এই ক্রিকেট আসরের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। গত  অক্টোবরে এসিসির জেনারেল মিটিংয়ে পাকিস্তানে ইমার্জিং কাপের আয়োজনের বিরোধীতা করেছিল বাংলাদেশ ও ভারত।


তবে, এবার বাধ্য হয়েই পাকিস্তানের মাটিতে খেলতে হবে এই দুই দলকে। তবে, ইমার্জিং কাপে দল না পাঠানোর সম্ভাবনা আছে ভারতের। এমনটা হলে, চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে দল পাঠাবে না পাকিস্তান, এমন ঘোষণা দিয়েছিল পিসিবি।।


তবে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে না পাকিস্তানকে। পিসিবির এমন সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে সংকট কাটাতেই এশিয়া কাপের ভেন্যু পাল্টানো হয়েছে।



এশিয়া কাপের ১৪তম আসর সংযুক্ত আরব আমিরাতকে আয়োজনের ভার দেওয়া হয়েছে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবেদন অনুমোদন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball