তুষার ইমরানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সাউথ জোন

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগের চতুর্থ রাউন্ডের ম্যাচে তুষার ইমরানের ১৩০ ও ফজলে মাহমুদের ৮৯ রানে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বিসিবি সাউথ জোন। প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৯৯ রান তুলেছে দলটি।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সাউথ জোনের। ৬ রান করে রানআউট হয়ে সাজঘরে ফিরেন ওপেনার এনামুল হক বিজয়। আরেক ওপেনার শাহরিয়ার নাফিস আউট হয়েছেন মাত্র ১৭ রান করে।
দলীয় ৪৪ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। তৃতীয় উইকেটে ফজলে মাহমুদকে সঙ্গে নিয়ে ১৬৫ রানের বড় জুটি গড়েন তুষার ইমরান।

সেঞ্চুরির দেখা পেতে পারতেন ফজলে মাহমুদও। এই ব্যাটসম্যান ৮৯ রান করে আউট হয়েছেন সোহাগ গাজীর বলে। ১৬১ বলের ইনিংসে ১১টি চার আর ১টি ছক্কায় এই ইনিংস গড়েছেন ফজলে মাহমুদ।
ফজলে মাহমুদ ফিরে যাওয়ার পর সৌম্য সরকার মাত্র ৪ রান করে আউট হয়েছেন। দিনের শেষ ৭ রানের মধ্যে ৩ টি উইকেট হারিয়েছে সাউথ জোন। একে একে ফিরে গেছেন তুষার ইমরান, মোহাম্মদ মিথুন ও নাঈম হাসান।
২২১ বল মোকাবেলায় ১৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৩০ রান করা তুষার ইমরান আউট হয়েছেন আবু জায়েদ রাহীর বলে। মিথুন ২২ ও নাঈম হাসান কোনো রান না করেই আউট হয়েছেন। প্রথম দিন শেষে নূরুল হাসান ও দেলোয়ার হোসেন দুজনই ৪ রান করে অপরাজিত আছেন।
ইস্ট জোনের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দীন। একটি করে উইকেট দখল করেছেন আবু জায়েদ রাহি ও সোহাগ গাজীর।