বিসিএলের চতুর্থ রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের খেলা মাঠে গড়াবে মঙ্গলবার। প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল।
আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে লড়বে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। সোমবার এ আসরের জন্য খেলোয়াড়দের পূর্ণ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে প্রথম তিন রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে উত্তরাঞ্চল। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পূর্বাঞ্চল। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিনাঞ্চল।
পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মধ্যাঞ্চল। তাদের সংগ্রহে রয়েছে সর্বনিম্ন ১৯ পয়েন্ট। চতুর্থ রাউন্ড শেষে ১৭ এপ্রিল থেকে পঞ্চম ও ২৪ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লীগের ষষ্ঠ রাউন্ড।

ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল : মোহাম্মদ আশরাফুল, লিটন কুমার দাস, অলক কাপালী, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, জাকির আলী অনিক, ইমতিয়াজ হোসেন তান্না, সোহাগ গাজী, আবুল হোসেন রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, এনামুল হক জুনিয়র, মেহেদী মারুফ, সাইফ উদ্দিন, নাজমুল ইসলাম অপু ও সৈয়দ খালেদ আহেমদ।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : এনামুল হক বিজয়, সৌম্য সরকার, ফজলে রাব্বি মাহমুদ, তুষার ইমরান, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, নাঈম হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাকলাইন সজীব, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম রাব্বি, জিয়াউর রহমান।
ওয়ালটন মধ্যাঞ্চল : সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, মাহমুদউল্লাহ, তাইবুর রহমান পারভেজ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, তানবীর হায়দার খান, মোশারফ হোসেন রুবেল, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফ, রাকিবুল হাসান, এবাদত হোসেন চৌধুরী, ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, মোহাম্মদ ইলিয়াস সানী।
বিসিবি উত্তরাঞ্চল : মুশফিকুর রহীম, জুনায়েদ সিদ্দিকি, ধীমান ঘোষ, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, নাঈম ইসলাম, জহুরুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, তাইজুল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম।