বোলারদের প্রশংসায় উইলিয়ামসন

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
এই ম্যাচে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন হায়দ্রাবাদের ব্যাটসম্যান ও বোলাররা। সাকিব, কউল ও রশিদ খানদের বোলিং তোপে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায় রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমেও দারুণ খেলেছেন হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা।
৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনার শিখর ধাওয়ান। আর অধিনায়ক উইলিয়ামসন ৩৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন হায়দ্রাবাদ দলপতি।

উইলিয়ামসন বলেছেন, "ব্যাটে বলে ছেলেরা দারুণ খেলেছে এটা দেখেও ভালো লেগেছে। প্রত্যেক বোলারই তাদের আসল খেলাটি খেলতে পেরেছে। প্রয়োজনের মুহূর্তে উইকেট পেয়েছি। তবে, গুরুত্বপূর্ণ হলো আমরা ভালো ফিল্ডিং করেছি। আমরা বেশ ভালো কয়েকটি ক্যাচ নিয়েছি।"
এই জয়ের পেছনে দলীয় প্রচেষ্টাকেই বড় করে দেখছেন হায়দ্রাবাদ অধিনায়ক, "এটি একটি দলীয় প্রচেষ্টা। এটা পরিকল্পিত ছিল না। এই উইকেটের বেশ ভালো ভাবে শর্ট বল এসেছে। আশা করি আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।"
এদিকে, বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন হায়দ্রাবাদের নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। উইলিয়ামসন জানিয়েছেন ওয়ার্নারকে তারা মিস করেছেন। তবে দল দুর্দান্ত খেলায় বেশ আনন্দিত তিনি।
এই প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, "ডেভিকে আমরা মিস করেছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে গত কয়েক বছরের জন্য দারুণ খেলোয়াড় ছিল। সবাই পারফরমেন্স করেছে দেখতে ভালো লেগেছে। মাঠে ছেলেরা দারুণ ছিল এবং সবাই তাদের কাজটা ঠিক ভাবে করেছে।"