হায়দ্রাবাদের হয়ে সাকিবের রাজকীয় অভিষেক

ছবি:

দীর্ঘ ৭ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতানোর পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লিখিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন দলের হয়ে অভিষেকেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব।
চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। প্রথম দুই ওভারে ৬ রান করে দিলেও। তৃতীয় ওভারে ৮ রান খরচ করেছেন এই অলরাউন্ডার। তবে আগের দুই ওভারে মিতব্যয়ী হওয়ার কারণে সাকিবকে ৪ ওভারের কোটা পূরণের সুযোগ দেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

শেষ ওভারে বোলিংয়ে এসে অধিনায়কের অস্থার প্রতিদান দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। দ্বিতীয় বলেই ১৫ বলে ১৭ রান করা রাহুল ত্রিপাঠিকে মনিষ পান্ডিয়ার ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন।
নিজের শেষ ওভারের পঞ্চম বলে আরও একটি উইকেট তুলে নিয়েছেন সাকিব। এবার এই বাঁহাতির শিকার হন ভয়ঙ্কর হয়ে ওঠা সাঞ্জু স্যামসন। ৪২ বলে ৪৯ রান করা এই রাজস্থান ব্যাটসম্যানকে রশিদ খানের ক্যাচ বানিয়েছেন সাকিব।
দলের অন্য বোলাররাও দুর্দান্ত বলিং করেছেন ফলে নির্দিষ্ট ২০ ওভারে রাজস্থানকে থামতে হয়েছে মাত্র ১২৫ রানে। এখনও ব্যাট করেননি এই অলরাউন্ডার। ব্যাট হাতে চমক দেখাতে পারলে ম্যাচ সেরাও হতে পারেন তিনি। সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।