সাকিবদের বোলিং তোপে স্টোকসদের মামুলি সংগ্রহ

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আগে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস।
হায়দ্রাবাদের হয়ে অভিষেকেই আলো ছড়িয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনার ডি আর্কি শর্টের উইকেট হারায় রাজস্থান। শর্ট রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন। তারপর অধিনায়ক আজিংকা রহানের সাথে যোগ দেন সাঞ্জু স্যামসন। এই দুজনের ব্যাটেই রান বাড়াতে থাকে রাজস্থান।
দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম ওভারে মাত্র ৬ রান খরচ করেন এই অলরাউন্ডার। এরপর দলীয় ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে বোলিং করতে আসেন তিনি। সেই ওভারেও সাকিব মাত্র ৬ রান দেন।
মাত্র ১৩ রান করা আজিংকা রাহানেকে সিদ্ধার্থ কউলের বলে ক্যাচ রাশিদ খান ক্যাচ নিয়ে বিদায় করেন। এরপর বেন স্টোকস যোগ দেন সাঞ্জু স্যামসনের সাথে। তবে বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি তিনি।

৫ রান করে উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন স্ট্যানলেকের বলে। এরপর তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারে ৮ রান দেন এই বাঁহাতি স্পিনার। শেষ ওভারে বোলিংয়ে এসে ত্রিপাঠিকে ফিরিয়েছেন সাকিব।
তারপর বিপদজনক হয়ে ওঠা স্যামসনের উইকেট শিকার করেন সাকিব। শেষ ওভারে মাত্র ৩ রান খরচায় জোড়া শিকার করেন এই অলরাউন্ডার। কোনো রান না করা কৃষ্ণাপ্পা গৌতমের উইকেট শিকার করেছেন কউল।
জস বাটলার রশিদ খানের বলে ৬ রান করে বোল্ড হয়ে আউট হয়েছেন। ১৮ রান শ্রেয়াশ গোপাল শিকার হয়েছেন ভুবনেশ্বর কুমারের। ১ রান করে রান আউট হয়েছেন উনাদকাট। তারপর কুলকারনি.৩ রান ও লফলিন ১ রানে অপরাজিত থাকলে ছোটো সংগ্রহেই থামতে হয় রাজস্থানকে।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), শিখর ধাওয়ান, মনিষ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কউল।
রাজস্থান রয়্যালস একাদশ-
আজিংকা রাহানে (অধিনায়ক), ডি আরকি শর্ট, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), বেন লফলিন, ক্রিসনাপ্পা গৌতম, স্রেয়াশ গোপাল, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাট।