হায়দ্রাবাদের জার্সিতে দারুণ শুরু সাকিবের

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। ম্যাচের শুরুতে টসে জিতে হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনার ডি আর্কি শর্টের উইকেট হারায় রাজস্থান। শর্ট রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন। তারপর অধিনায়ক আজিংকা রহানের সাথে যোগ দেন সাঞ্জু স্যামসন। এই দুজনের ব্যাটেই রান বাড়াতে থাকে রাজস্থান।
দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম ওভারে মাত্র ৬ রান খরচ করেন এই অলরাউন্ডার। এরপর দলীয় ষষ্ঠ ওভারে বোলিং করতে আসেন তিনি। সেই ওভারেও সাকিব মাত্র ৬ রান দেন।

৬ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৮ রান।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), শিখর ধাওয়ান, মনিষ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কউল।
রাজস্থান রয়্যালস একাদশ-
আজিংকা রাহানে (অধিনায়ক), ডি আরকি শর্ট, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), বেন লফলিন, ক্রিসনাপ্পা গৌতম, স্রেয়াশ গোপাল, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাট।