খেলছেন মুস্তাফিজ

ছবি:

অবশেষে পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১১তম আসরের। উদ্বোধনী দিন মাঠে নেমেছে তিন বারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং দুই বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিং সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের দলপতি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ দিয়ে দুইবছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরছে চেন্নাই।
অন্যদিকে মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ রহিত শর্মা, এভিন লুইস, ইশান কিশান, হার্দিক পান্ডেয়া, ক্রুনাল পান্ডেয়া, কাইরন পোলার্ড, মুস্তাফিজুর রহমান, মিচেল
মিচেল ম্যাকক্লেনাঘান, সূর্যকুমার যাদব, জারস্প্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্দে।
চেন্নাই সুপার কিংস একাদশঃ শেন ওয়াটসন, আমবাথি রাইয়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, কেদার জাদভ, রবিন্দ্র জাদেজা, হরভজন সিং, দিপাক চহর, মার্ক উড, ইমরান তাহির।