আইপিএলে সাকিবের দুই দায়িত্ব

ছবি:

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছে বাঁহাতি এই অলরাউন্ডারকে প্রায় সব ম্যাচেই হায়দ্রাবাদের একাদশে দেখা যাবে।
আর সাকিব থাকায় দলে দলের মিডেল অর্ডারে ভারসাম্য আসবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।
সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান মনে করেন হায়দ্রাবাদের ব্যাটিং স্তম্ভ সাকিব। সে যদি উপরে ব্যাটিং করে তাহলে দায়িত্বটা তাকেই নিতে হবে।

এছাড়াও যদি তাকে নিচে ব্যাটিং করায় হায়দ্রাবাদ কর্তৃপক্ষ তাহলে তাকে হয়তো একজন ফিনিশারের ভূমিকায় দায়িত্ব পালন করতে হবে। আকাশ চোপড়া বলেন,
'সাকিবের দায়িত্ব দুটো। হয় তাকে দলের স্তম্ভ হিসেবে খেলতে হবে নাহয় তাকে দলের ফিনিশার হিসেবে ভুমিকা পালন করতে হবে দিপাক হুদার সঙ্গে।'
আকাশ চোপড়ার হায়দ্রাবাদ একাদশঃ কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, মানিশ পান্ডে, সাকিব আল হাসান, দিপাক হুদা, কার্লোস ব্রাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলীল আহমেদ, সিদ্ধার্থ কউল।