কলকাতা গিয়ে ভেট্টরির সঙ্গে চুক্তি করলো রাজশাহী

ছবি:

গেল মাসে জানা গিয়েছিল বিপিএলে রাজশাহী কিংসে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। দুই বছরের জন্য কিংসদের কোচ হিসেবে তাকে নিয়োগ দিচ্ছে কিংসরা।
অবশেষে ভেট্টরির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করলো রাজশাহী কিংস কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহীর পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
কিউই এই সাবেক স্পিনারের সাথে চুক্তি স্বাক্ষর করার পর রাজশাহী কিংস তাদের পেইজে লিখেছে, 'ড্যানিয়েল ভেট্টরির এখন একজন কিং।

আমাদের টিম ম্যানেজম্যান্ট কলকাতা গিয়েছিল, তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করতে। আগামী দুই মৌসুমের জন্য কিংসদের হেড কোচের ভূমিকায় থাকবেন তিনি।'
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে কোচ হিসেবেই ক্রিকেট বিশ্বে বিচরণ করছেন ভেট্টরি। কিংবদন্তি কিউই অলরাউন্ডার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে ছিলেন।
এছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্রিজবেন হিটের কোচ এবং ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের কোচ হিসেবেও কাজ করেছেন।