বয়স্কদের ছাপিয়ে তরুন আসিফ

ছবি:

সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে মাশরাফি-নাসিরদের আবাহনী। দলীয় নৈপুণ্যেই শিরোপা ঘরে তুলেছে দলটি।
শিরোপা ঘরে তুলার পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন আবাহনীর মাশরাফি বিন মর্তোজা। ৩৯ উইকেট নিয়ে সেরা বোলারদের মধ্যে সবার উপরে আছেন তিনি।
লীগের সেরা পাঁচ বোলারের মধ্যে চারজনই পেসার। মাশরাফি-অনিকদের মাঝখানে শুধু মাত্র একজন স্পিনার। ২৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন লিজেন্ডস অফ রুপগঞ্জের আসিফ হাসান।
প্রিমিয়ার লীগে প্রতিবছর স্পিনারদের দাপট দেখা খেলেও চলতি বছর এই চিত্রটা ভিন্ন। স্পিনারদের প্রতিটি উইকেটের জন্য অনেক কষ্ট করতে হয়েছে।

এছাড়াও ব্যাটিং বান্ধব উইকেটে ২৯ উইকেট নেয়া রুপগঞ্জের আসিফ হাসান নিজেই জানালেন, এবারের লীগে স্পিনাররা উইকেট থেকে বেশী সুবিধা পাননি।
সময় সংবাদকে দেয়া এক সাক্ষাতকারে এসব নিয়েই কথা বলেছেন তিনি। সেখানে তিনি বলেন, 'ঢাকা লিগে স্পিনারদের জন্য কঠিন ছিল।
বিশেষ করে বিকেএসপিতে। কেননা সেখানে ব্যাটিং উইকেট ছিল। সেখানে প্রতিটি ম্যাচে প্রায় তিনশো রান হয়েছে।'
আসিফ আরও জানান, তিনি সবসময় ইকনোমিক বোলিং করার চেষ্টা করেন। পরিকল্পনা মোতাবেক বোলিং করলে উইকেট আসবেই। তিনি বলেন,
'আমি বোলিং করার সময় সব সময়ই ভাবি কীভাবে রান কম দেয়ায় যায়। আর ওই পরিকল্পনায় সফল হলেই উইকেট আসবেই।'
পাশাপাশি বাঁহাতি এই স্পিনার আরও মনে করেন, যেকোন দলে জায়গা পেতে হলে আপনাকে পারফর্ম করতে হবে। পারফর্মেন্স ছাড়া কখনও কেউ নজরে আসতে পারেনা। তিনি আরও বলেন,
'পারফর্মেন্স ছাড়া কোথাও সুযোগ পাওয়া যায়না। পারফর্মেন্স ছাড়া কথাও হয়না। আর অভিজ্ঞতা অনেক বড় জিনিষ। সুযোগ দিলে সেই অভিজ্ঞতাটাকেই কাজে লাগাবো।'