আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজদের মুখোমুখি চেন্নাই

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে শনিবার। এই জনপ্রিয় টি২০ আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের নীল জার্সি গায়ে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
শনিবার সন্ধ্যা সাড়ে আটটায় এই দুই দলের মাঠের লড়াই শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাই বলাই যায় ঘরের মাঠের দর্শক সমর্থন পুরোটাই পাবে মুম্বাই ইন্ডিয়ান্স।
এবারের আসর দিয়েই দুই বছরের নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস। দলটির নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনী। আর মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বভার রয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মার কাঁধে।
আইপিএলে মোট ২২ ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছে চেন্নাই ও মুম্বাই। এর মধ্যে ১২ ম্যাচেই জয় পেয়েছে মুম্বাই। বাকি ১০ ম্যাচে জয় চেন্নাই সুপার কিংসের। ফলে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ ম্যাচ খেলে এই দুই দল। ঘরের দল মুম্বাই এর ৫ টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর ২ টি জয় পেয়েছে চেন্নাই। তাছাড়া, শেষ তিন সাক্ষাতেই মুম্বাইয়ের বিপক্ষে পরাজয় বরণ করে নিতে হয়েছে চেন্নাইকে।
অবশ্য, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর অভিজ্ঞতা নিয়ে ভাবতেই হচ্ছে মুম্বাইকে। এই সাবেক ভারতীয় অধিনায়ক মোট ২৩৯ টি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। অবশ্য এক দিক দিয়ে সমানে সমান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনী।
তারা দুজনই আইপিএলে ১৫৯ টি করে ম্যাচ খেলেছেন। এবারের আইপিএল দিয়ে ভারতীয় তারকা ব্যাটসম্যন মুরালি বিজয় দীর্ঘ চার বছর পর চেন্নাইয়ের জার্সি গায়ে ফিরছেন। ২০১৪ সালে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলার পর গত দুই আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
এদিকে, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দারুণ দল গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুস্তাফিজুর রহমানের স???থে পেস বোলিং আক্রমণে আছেন জসপ্রিত বুমরাহর মতো তারকা। তাছাড়া, স্পিন বোলিংয়ের আক্রমণ ভাগ সামলাবেন শ্রীলঙ্কান আকিলা ধনঞ্জয়া।
ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সাথে এভিন লুইস। মিডল অর্ডারে কাইরন পোলার্ড ও হার্ডিক পান্ডিয়ার মতো পেস বোলিং অলরাউন্ডাররা আছেন। প্রয়োজনে বল হাতেও জ্বলে উঠতে প্রস্তুত তারা।