ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে: মুশফিক

ছবি:

বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। যেখানে মুশফিক তার ক্রীড়া জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
এই টাইগার ক্রিকেটার মনে করেন এই ক্রীড়া দিবস অন্যান্ন খেলোয়াড়দের মতো তার কাছেও বিশেষ দিবস। ক্রীড়া জীবনে নিজের অবদানগুলোর জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন মুশফিক।
এই টাইগার ক্রিকেটার তার স্ট্যাটাসে লিখেছেন, "বিশ্ব ক্রীড়া দিবস সব খেলোয়াড়দের মতো আমার জন্যও বিশেষ দিবস। আমার ক্রীড়া জীবনে যেসব অবদান আমি রেখেছি তার জন্য আলহামদুলিল্লাহ। ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে।"

মুশফিক মনে করেন ক্রিকেট তাকে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। এই সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলেও মনে করছেন তিনি। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শকদের প্রতিও।
মুশফিকের মতে, "ক্রিকেট আমাকে দিয়েছে সারা বিশ্বের মাঝে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মহান সুযোগ। এ সুযোগ পেয়ে আমি ধন্য।আমি আমার জীবনের অনেক কিছুই শিখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দর্শকদের ভালোবাসা। এই দিনে আমি তাদের কাছে কৃতজ্ঞ।"
সবার প্রতি ভালোবাসা জানিয়ে মুশফিক তার স্ট্যাটাসের সমাপ্তি টেনেছেন, "খেলাধুলার প্রতি ( দেশের মানুষের) বিশেষ উৎসাহ-উদ্দীপনা না থাকলে একজন ক্রিকেটার বা খেলোয়াড় তৈরি হয় না। (আজকের এই দিনে) সবার প্রতি ভালোবাসা জানাই।"