জয়াবর্ধনের পছন্দেই মুম্বাইয়ে মুস্তাফিজ!

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গত আসরে সানরাইজার্স হায়দ্রবাদের সাইডবেঞ্চে বসেই বেশ লম্বা সময় কাটাতে হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। এবার এই পেসারের আপিএলের ভবিষ্যৎ নিয়েও শংশয় ছিল।
তবে, সব শঙ্কা উড়িয়ে দিয়ে ২.২ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধাণ কোচ মাহেলা জয়াবর্ধনের আগ্রহেই মুম্বাই দলে টেনেছে মুস্তাফিজুর রহমানকে।
টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের গতি নিয়ে চিন্তা ছিল মাহেলার। এমনটাই ধারণা বাশারের। মুস্তাফিজ যখন পূর্ণ গতি নিয়ে বল করতে পারেন তখন এই টাইগার পেসারের কাটার আরও কার্যকর হয় বলে জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

এই প্রসঙ্গে বাশার বলেছেন, ‘ওর (জয়াবর্ধনে) কাছে চিন্তার বিষয় ছিল মুস্তাফিজের গতি। একটা সময় সে যে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করত, সেটা চোট থেকে ফেরার পর করতে পারত না। এখন ধীরে ধীরে গতিটা আবার বাড়ছে। ও যখন জোরে বোলিং করতে পারে, তখন কাটার আরও কার্যকর হয়।'
মুস্তাফিজের মতো ঠিক ভাবে আর কেউ স্লোয়ার দিতে পারেনা বলেও বিশ্বাস বাশারের, 'মুস্তাফিজের এ বিষয়টি নিয়েই মাহেলা বেশি বলত। সে মনে করে, মোস্তাফিজ অনেক নিখুঁত বোলিং করতে পারে। কাটার দিয়ে মোস্তাফিজ যে স্লোয়ারটা করে, এত অ্যাকুরেসিতে আর কেউ করতে পারে না। আমার মনে হয়, মুম্বাই মুস্তাফিজকে নিয়েছে মাহেলার পছন্দেই।’
২০১৬ সালের আইপিএলে দুর্দান্ত খেললেও গতবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ১ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর। বাশার মনে করেন, এবার আইপিএলে এই টাইগার পেসার অনেক বেশী ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন। জয়াবর্ধনের ইচ্ছাতে নিয়মিতই এই পেসারকে মাঠে দেখা যেতে পারে।
বাশার বলেছেন, ‘আমার মনে হয় মুস্তাফিজ এবার কিছু ম্যাচ বেশি খেলতে পারে। জয়াবর্ধনে মোস্তাফিজকে নিয়মিত খেলাতে পারেন। তবে তাকে ধারাবাহিক ভালো খেলতে হবে। আইপিএল কঠিন একটি টুর্নামেন্ট। আর সাকিবের কথা বলব, ওকে না খেলানো দুর্ভাগ্যজনক। তার দুটি দিকই আছে—ব্যাটিং-বোলিং। আশা করি, সাকিবও নিয়মিত খেলার সুযোগ পাবে।’
সূত্রঃ প্রথম আলো