promotional_ad

শীর্ষে মাশরাফি-শান্ত

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুমের শিরোপা জিতেছিল আবাহনী লিমিটেড। কিন্তু গত মৌসুমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে শিরোপা হারাতে হয় তাদের। এক মৌসুম পরেই সেই শিরোপা আবারও হাতে উঠেছে আবাহনী লিমিটেডের।


এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী হয়েছেন আবাহনী লিমিটেডেরই দুই তারকা। উদীয়মান বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। আর উইকেট শিকারে সবার শীর্ষে মাশরাফি বিন মর্তুজা।


ডিপিএলের এবারের আসরের পর্দা নামার দিনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে মাশরাফি-শান্তর আবাহনী লিমিটেড।অধিনায়ক নাসির হোসেন ও শান্তর জোড়া সেঞ্চুরিতে ৩৭৪ রানের জবাবে ২৮০-তে থামে মুশফিকদের ইনিংস।


ওপেনিং সঙ্গী এনমুল হক বিজয়কে পেছনে ফেলে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শান্ত। ১৬ ম্যাচ ৭৪৯ রান করেছেন আবাহনীর এই বাঁহাতি ওপেনার। দু’টি ফিফটির পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন চারটি।



promotional_ad

এবারের আসরে সর্বোচ্চ ১৫০ অপরাজিত। আবাহনীর আরেক ওপেনার এনামুল হক বিজয় ৭৪৪ রান নিয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ৭২০ রান নিয়ে তৃতীয় স্থানে রূপগঞ্জ দলপতি নাঈম ইসলাম।


৪ নম্বরে থাকা প্রাইম দোলেশ্বরের ফজলে মাহমুদ করেছেন ৭০৮ রান। ডিপিএল থেকে অবনমনে প্রথম বিভাগ প্রতিযোগিতায় নেমে যাওয়া কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের এক সময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।


এবারের আসরের সর্বোচ্চ ৫ টি সেঞ্চুরি এসেছে এই টাইগার তারকার ব্যাট থেকে। আশরাফুল ১৩ ম্যাচে করেছেন ৬৬৫ রান। এদিকে, উইকেট শিকারে মাশরাফির ধারে কাছেও নেই কেউ। ৩৯ উইকেট নিয়ে সবার উপরে টাইগারদের ওয়ানডে অধিনায়ক।


আবু হায়দার রনিকে ছাড়িয়ে এক সিজনে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও গড়েছেন মাশরাফি। রনি গত আসরে ৩৫ উইকেট নিয়ে ডিপিএল লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছিলেন।



মাশরাফির নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ১৬ ম্যাচে ২৯টি করে উইকেট নিয়েছেন রূপগঞ্জের বাঁহাতি স্পিনার আসিফ হাসান ও পেসার মোহাম্মদ শহীদ এবং দোলেশ্বরের ফরহাদ রেজা। তরুণ বাঁহাতি পেসার কাজী অনিক ১১ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball