promotional_ad

শান্তকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না মাশরাফি

promotional_ad

এখনো ২০ বছরে পা দেননি নাজমুল হোসেন শান্ত। কিন্তু গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক আবাহনীর এ তরুণ। ১৬ ম্যাচে করেছেন ৭৪৯ রান। 


যার কারণে এখনই তাকে জাতীয় দলে দেখতে চাইছেন অনেকেই। যদিও আবাহনীর পেসার এবং জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন ভিন্ন কথা। শান্তকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। আবাহনীর ডিপিএল শিরোপা জয়ের দিনে গণমাধ্যমকে তিনি জানান, 


'শান্তকে জাতীয় দলে চিন্তা করা খুব দ্রুত হয়ে যাবে। ওর কাছ থেকে যেটা প্রত্যাশা সেটা হারিয়ে না যায়। আমি নিশ্চিত শান্ত লম্বা রেসের ঘোড়া। বিপিএলে মোটামুটি পারফরম্যান্স করেছে। ঘরোয়া ক্রিকেটে করছে। এটা ওর জন্য সেরা সময় নিজেকে মেনটেইন করা। 



promotional_ad

'আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করা। এখান থেকে যেন আরেক স্টেপে নিয়ে ঠিকে থাকতে পারে, তেমন ভাবে প্রস্তুত হতে হবে। যাতে দীর্ঘদিন দেশকে সার্ভিস দিতে পারে। স্বপ্নটা যেন ছোট না হয়।'


এদিকে শান্তর পারফর্মেন্স দারুণ হলেও দর্শকদের হতাশ করেছে আবাহনীর অন্য দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদের পারফরম্যান্স। এদের ব্যাপারে মাশরাফির মন্তব্য, 


'ক্রিকেটাদের খারাপ সময় যায়। এটা নিয়ে আপসেট হওয়ার কারণ নেই। গত কয়েক মাস তাসকিনের ব্যাক-পেইন হচ্ছে, আমি যতটুকু জানি। আমার মনে হয় ওটা বের করে ওকে আবার খেলায় নেওয়া উচিত। 



'মোসাদ্দেকও চোখের একটা সমস্যা কাটিয়ে আসছে। যেটা মোস্তাফিজের সঙ্গে হয়েছিল। মোস্তাফিজ আস্তে আস্তে কামব্যাক করেছে। আমাদের ধৈর্য্য রেখে ওদের একটু সময় দিতে হবে। আশা করি ওরা ফর্মে ফিরবে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball