এবারের লিগটা স্মরণীয় হয়ে থাকবে মাশরাফির কাছে
ছবি:

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পুরো আসর জুড়েই বল হাতে দুর্দান্ত ছিলেন মাশরাফি বিন মর্তুজা। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ১ উইকেট নিতে পেরেছেন এই পেসার। তবে, রূপগঞ্জকে ৯৪ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে মাশরাফির আবাহনী লিমিটেড।
রূপগঞ্জের সামনে আবাহনী ৩৭৪ রানের লক্ষ্য দিলেও, তাদের ইনিংস থেমেছে মাত্র ২৮০ রানে। শেষ ম্যাচে ১ উইকেট নিলেও মোট ৩৯ উইকেট নিয়ে ডিপিএলের এবারের আসরের শীর্ষ উইকেট শিকারি মাশরাফিই। এবার কাঁধে নেতৃত্বভার ছিল না তাই নির্ভার হয়েই খেলতে পেরেছেন তিনি। তাই এবারের লীগটা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন মাশরাফি।
এই প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের স্বর্ণ সময় এবং এই প্রিমিয়ার লিগই ছিল আমাদের সবেদন নীলমনি। আমরা সবাই এই আসরটির দিকেই তাকিয়ে থাকতাম। তাই প্রিমিয়ার লিগের আবেদন আমার কাছে সব সময়ই অনেক বড়।’

আগের অন্যসব আসরের মত মাশরাফি এই আসরও বেশ উপভোগ করেছেন। সাধারণত উচ্ছ্বাস আনন্দ টাইগারদের ওয়ানডে অধিনায়ককে স্পর্শ না করলেও। প্রিমিয়ার লিগে দল চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি আনন্দ পাচ্ছেন মাশরাফি।
নিজের অনুভূতি জানিয়ে মাশরাফি বলেছেন, ‘আগের মত আমিও এই আসর সব সময় উপভোগ করেছি। তাই প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে একটা অন্যরকম বাড়তি আনন্দ। সাধারণত উচ্ছাস-আবেগ আমাকে খুব একটা স্পর্শ করে না। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারলে আমার সব সময়ই ভালো লাগে। সত্যি বলতে কী, এবারও চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে।’
এবার লিগ মাশরাফির স্মৃতিতে জমা থাকার মূল কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় দলের আট-দশজন খেলোয়াড় নিয়েও শিরোপা নির্ধারণের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তাছাড়া, এই আসরে ব্যবহৃত উইকেটের প্রশংসা করেছেন মাশরাফি। এইসব কারণেই এবারের লিগটা স্মরণীয় হয়ে থাকবে এই টাইগার পেসারের কাছে।
মাশরাফি জানিয়েছেন, ‘এবারের প্রিমিয়ার লিগটা আমার কাছে অনেক কারণেই একটা ভালো লাগার টুর্নামেন্ট হয়ে থাকবে। আমি যতগুলো লিগ খেলেছি, তার মধ্যে নিঃসন্দেহে এটা অন্যতম স্মরণীয় এবং সেরা লিগ। প্রচুর প্রতিদ্বন্দ্বীতা ছিল। আমরা আট-দশজন জাতীয় দলের খেলোয়াড় নিয়ে দল গড়েও অনেক সংগ্রামের পর চ্যাম্পিয়ন হয়েছি। আমার মনে হয়, আবাহনী সন্দেহাতীতভাবে কাগজে-কলমে এক নম্বর দল ছিল। তবে মাঠে নিজেদের সেরা প্রমাণ করতে আমাদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। সামগ্রিকভাবে এবার খুবই প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। উইকেটও খুব ভালো ছিল।’