promotional_ad

চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব সবাইকে দিলেন মাশরাফি

promotional_ad

আতর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া লীগ মাশরাফি যে দলেই খেলেন সেই দলেরই ভাগ্য যেন খুলে যায়। পরিসংখ্যানে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। বিপিএলে ৫ আসরের মধ্যে মাশরাফির দলই জিতেছে চারটি টুর্নামেন্ট।


এবার বল হাতে ঢাকা প্রিমিয়ার লিগের আসরে দাপট দেখিয়ে দল আবাহনীকে শিরোপা জিতিয়েছেন এই পেসার। তবে, ব্যক্তিগত কারো পারফরম্যান্সে নয় দলের সবার অবদানেই চ্যাম্পিয়ন হতে পেরেছেন বলে মনে করেন মাশরাফি।
 
বৃহস্পতিবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে মাশরাফির আবাহনী লিমিটেড। আর এর মধ্য দিয়েই আগের আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হারানো শিরোপা এক আসর পরই পুনরুদ্ধার করে নিলো আবাহনী লিমিটেড।


কাগজে কলমে আবাহনীর অধিনায়ক হিসেবে নাসির হোসেনের নাম থাকলেও মাশরাফিই দলটিকে নেতৃত্ব দিয়েছেন। বল হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি।



promotional_ad

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জনিয়ে  মাশরাফি বলেছেন, ‘আবাহনী দলটা সত্যিকার হতেই অসাধারণ। এই দল নিয়ে চ্যাম্পিয়ন না হওয়ার কোন কারণই ছিল না। এখন ভালো দল নিয়েও চ্যাম্পিয়ন হওয়া যায় না। অনেক সময় ছোট দলগুলোও ভালো ক্রিকেট খেলে।'


মাঝে মাঝে ছোটো দলগুলোও ভালো ক্রিকেট খেলে, এটা নিয়েই ভয়ে ছিলেন মাশরাফি। তবে সব শঙ্কা কাটিয়ে দল চ্যাম্পিয়ন হয়েছে এটাকেই বড় করে দেখছেন তিনি। সবাই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে বলেও বিশ্বাস তার।


এই প্রসঙ্গে মাশরাফি বলেছেন, 'এই অবস্থায় বড় দলগুলোকে সতর্ক থাকতে হয়। সেইগুলো নিয়ে আমাদের একটা ভয় ছিল। এবং আমরা ওই পথে চলেও আসছিলাম। সব মিলিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটাই বড় কথা। দলে প্রত্যেকেরই অবদান ছিল। যার যার জায়গায় সে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball