সাকিবদের আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করতে হবেঃ ওয়ালশ

ছবি:

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে শুরু তারপর সেই সিরিজের ফাইনাল, লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ ও টি২০ সিরিজ হেরেছে বাংলাদেশ দল। তবে তার পরের সিরিজেই শ্রীলঙ্কায় অন্য এক বাংলাদেশকে দেখা গেছে।
স্বাগতিকদের হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। যদিও ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে টাইগারদের। এই সিরিজে টাইগারদের আগ্রাসী মনোভাব অনেক সমালোচনার জন্ম দিয়েছে।
বিশেষ করে ২৫ মার্চ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল তুমুল উত্তেজনার। সেই ম্যাচের শেষ ওভারে একতি নো বলকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়েছিলেন টাইগার ক্রিকেটাররা।

এক পর্যায়ে মাঠে থাকা দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ও রুবেল হোসে??কে মাঠ ছেড়ে বেরিয়ে আসার জন্যও বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাছাড়া মাঠে পানি দিতে গিয়ে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সাথে তর্কে জড়িয়ে পরেন আরেক টাইগার ক্রিকেটার নুরুল হাসান সোহান।
তবে এই ঘটনায় সাকিবদের নয়, টাইগার বোলিং কোচ ওয়ালশ দোষ দেখছেন আম্পায়ারদের। এই ঘটনা প্রমাণ করে যে টাইগাররা খেলার ব্যাপারে কতোটা উদগ্রীব। তবে এই ঘটনায় সীমা ছাড়িয়ে যাওয়া যায়না বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।
ওয়ালশের ভাষ্যমতে, ‘এটা মুহূর্তের উত্তেজনায় ঘটেছে। অবশ্যই এখানে খেলোয়াড়দের কিছু করার ছিল না। এটা আম্পায়ারদের ভুল ছিল। সম্ভবত দর্শকরা ভুল বুঝেছে, আসলে কি ঘটেছিল। আমরা ভেবেছিলাম, নো বলের কারণে আমরা একটি ফ্রি-হিট পেতাম। আমরা যা করেছি তা চিন্তাভাবনা করে করিনি। এটা প্রমাণ করে যে খেলার ব্যাপারে তারা কতটা উদগ্রীব। কিন্তু অনেক নিয়ম কানুন আছে। আপনি সীমা ছাড়িয়ে যেতে পারেন না।’
এই ঘটনার পরও নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি। তাছাড়া আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছে তিনি, ‘আমি তাদের বলেছিলাম যে, আমাদের আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করতে হবে। আমার খেলা শেষে এটা নিয়ে আলোচনা করেছিলাম। এটা ভুল হয়েছিল। কিন্তু আমরা এটাকে যেভাবে মোকাবেলা করতে পারতাম, সেটা আমরা করতে পারিনি।’