অলিখিত ফাইনালে আবাহনী-রূপগঞ্জ মুখোমুখি

ছবি:

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পর্দা নামছে। গত ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ডিপিএলের এবারের আসরের। লীগের শেষ দিনে তিনটি ম্যাচ মাঠে গড়াবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।
দিনের তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বিকেএসপিতে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেড। তবে, শেখ জামাল-খেলাঘর ও আবাহনী-রুপগঞ্জের ম্যাচের দিকেই সবার নজর থাকবে।
কারণ তিন দলই শিরোপা জয়ের লড়াইয়ে আছে। তবে, চ্যাম্পিয়ন হতে হলে রূপগঞ্জ ও শেখ জামালকে পার হতে হবে জটিল সমীকরণ। রাউন্ড রবিন লীগ ও সুপার লীগের চার খেলায় মোট ১৫ ম্যাচে ১১ টিতে জয় পেয়েছে নাসির হোসেনের আবাহনী।

২২ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা। শেষ পর্বের খেলায় আবাহনী হেরে গেলেও তাদের টপকানোর সুযোগ নেই কারোর। আবাহনীর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপগঞ্জ আর শেখ জামাল। এই দুই দলেরই ১৫ ম্যাচে পয়েন্ট সমান ২০।
রূপগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ২৪। ফলে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর হারলে রূপগঞ্জের পয়েন্ট ২০ই থাকবে। আর শেখ জামাল শেষ ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ২২।
আর যদি আবাহনী হেরে যায় তাহলেই জটিল সমীকরণে পড়তে হবে। তারপর যদি খেলাঘরের বিপক্ষে শেখ জামাল জয় পায়, তবে আবাহনী, রূপগঞ্জ আর শেখ জামাল- তিন দলের পয়েন্ট সমান (১৬ খেলায় ২২ করে) হয়ে যাবে।
ফলে এই তিন দলের পারস্পরিক মোকাবেলাকে নিয়ামক ধরে লীগের শিরোপা জয়ী নির্ধারিত হবে। আবাহনী, রূপগঞ্জ আর শেখ জামালের পারস্পরিক মোকাবিলায় জয়-পরাজয়ের হিসাবে এগিয়ে শেখ জামালই।
রবিন রাউন্ড লীগে ও সুপার লীগে দুই সাক্ষাতেই রূপগঞ্জের সাথে জিতেছে শেখ জামাল। আর আবাহনীর কাছে প্রথম লীগে হারলেও সুপার লীগে জিতেছে তারা। ফলে হেড টু হেডে চার ম্যাচে তিনটিতেই জয় শেখ জামালের। আর আবাহনী শেখ জামাল ও রূপগঞ্জের বিপক্ষে একটি করে জয় পেয়েছে।
বৃহস্পতিবার রূপগঞ্জের বিপক্ষে আবাহনী হারলে হেড টু হেডে এগিয়ে থেকে লীগ চ্যাম্পিয়ন হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে ডিপিএলের শেষ দঙ্কে ঘিরে বেশ রোমাঞ্চই বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে।