মাশরাফিদের বিপক্ষে নির্ভার হয়েই মাঠে নামবেন মুশফিকরা

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আবাহনী জিতলে তারাই চ্যাম্পিয়ন।
তবে যদি রূপগঞ্জ জিতে তবে তাদের তাকিয়ে থাকতে হবে খেলা ঘরের বিপক্ষে শেখ জামালের ম্যাচের দিকে। শেখ জামাল জিতলে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে আর হারলে রূপগঞ্জ চ্যাম্পিয়ন হবে। এখানেও আছে অনেক হিসাব নিকাশ।
তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না রূপগঞ্জের কোচ মঞ্জুরুল ইসলাম। তিনি মনে করেন, অনেক ভাবনাই কাল দাড়াতে পারে তার দলের জন্য। তাই নির্ভার হয়েই আবাহনীর বিপক্ষে মাঠে নামতে চায় দলটি।

এমন ভাবনা নিয়েই বৃহস্পতিবার (৫ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে লিজেন্ডস অব রূপগঞ্জ আবাহনীকে মোকাবেলা করবে বলে জানালেন দলের কোচ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম।
মঞ্জুরুলের ভাষ্যমতে, ‘শুরু থেকে আমরা যদি চিন্তা করি, আমরা চ্যাম্পিয়ন হবো, আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আমার মনে হয় একটু বোকামি হবে। কালকের ম্যাচ যদি আমরা চিন্তা করি, একটা ম্যাচ।'
চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয় ম্যাচটি নিয়েই চিন্তায় রূপগঞ্জ, 'সকাল থেকে শুরু করে প্রথম সেশন, দ্বিতীয় সেশন। চ্যাম্পিয়নের জন্য চিন্তা না করে ম্যাচটার চিন্তা করি। তারপর তো পয়েন্ট টেবিল, রান রেট ঠিক করবে কে চ্যাম্পিয়ন।’