আইপিএল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

ছবি:

কদিন পরেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসর। তবে, শঙ্কা তৈরি হয়েছে এই জনপ্রিয় টি২০ টুর্নামেন্টকে ঘিরে। ঠিক সময়ে মাঠে গড়াতে পারবে কি এই আসর? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে।
এই জনপ্রিয় ক্রিকেট আসর স্থগিত করে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছেন ভারতীয় এক আইপিএস অফিসার। তার অভিযোগ, বেটিং রুখতে এখনও পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি আইপিএল কর্তৃপক্ষ।
চেন্নাইয়ের আইপিএস অফিসার জি সম্পত কুমার মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন, তিনি আইপিএলের আসর বন্ধের জন্য আবেদন করেছেন। নিজের পিটিশনে তিনি লিখেছেন, ২০১৩ সালে আইপিএল-এর ম্যাচ ফিক্সিং প্রকাশ্যে আনতে সমর্থ হয়েছিলেন তিনি।

অবশ্য সেই সময় আইপিলের প্রায় সবকটি দলকে দোষী সাব্যস্ত করেছিলেন এই আইপিএস অফিসার। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘‘লোধা কমিটির রিপোর্ট না মেনে এখনও কায়েমি স্বার্থ চালু রয়েছে। তা বন্ধ করার মতো পর্যাপ্ত পদক্ষেপও করা হয়নি। বোর্ডের তরফেও স্বার্থ সংঘাতের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।’’
তিনি অভিযোগ করে বলেছেন, বোর্ডের তরফে ম্যাচ ফিক্সার, বুকিদের উপর লক্ষ্য রাখার কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এনিয়ে কোনো তথ্যই নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দাবি সম্পত কুমারের।
ক্রিকেটারদের উপার্জন ও দুর্নীতি দমন শাখার কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই পিটিশনের শুনানি বুধবারেই হওয়ার কথা। তার পরেই নির্ধারিত হবে আইপিএল ভাগ্য।
তবে সম্পত কুমার স্পষ্ট জানাচ্ছেন, আইপিএলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এমনটা তিনি চান না। তবে ম্যাচ গড়াপেটা রুখতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আইপিএল আয়োজনে আদালত অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক, এমনটাই চাইছেন তিনি।