মাশরাফি বন্দনায় মাতলেন তামিমও

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই মৌসুমে ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর লিগে এক আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন এই দেশ সেরা পেসার।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে মাশরাফির দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি মনে করেন যে তরুণ বোলাররা মাশরাফিকে আদর্শ মানেন তাদের জন্য এটা উদাহরণ স্বরূপ।
ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে একটি ম্যাচেও খেলা হয়নি তামিম ইকবালের। তবে নিয়মিতই এই টুর্নামেন্টের খোঁজ খবর রাখছেন এই ওপেনার। মাশরাফি ঘরোয়া ক্রিকেটকে জাতীয় দলের মতো শতভাগ দিচ্ছেন বলে বিশ্বাস তামিমের।

এই প্রসঙ্গে তামিম বলেছেন, ‘উনার ক্যারিয়ার শেষ দিকে। এমন সময়ে এসে এ রকম পারফর্ম করা সহজ নয়। এটাই প্রমাণ করে, উনি ঘরোয়া লিগকেও কতোটা গুরুত্ব সহকারে নিয়েছেন।'
মাশরাফি চলতি লিগে মাত্র ১৩ ম্যাচে ৩৮ উইকেট দখল করেছেন। হাতে আরও ম্যাচ আছে একটি। এই রেকর্ডটিকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ আছে মাশরাফির। এদিকে তামিম বলেছেন মাশরাফি তার সামর্থ্যের পাঁচ ভাগ কম দিলে এই অর্জন পেতেন না।
তামিমের ভাষ্যমতে, 'উনি যদি পাঁচ বা দশভাগ কম দিয়েও খেলতেন, তাহলে এই অর্জন তিনি পেতেন না। যারা তাঁকে আদর্শ মনে করেন বা বাংলাদেশ দলের বোলার হতে চান, তাদের জন্য মাশরাফীর এই পারফর্ম্যান্স একটা অসাধারণ উদাহরণ।'