তারপরও সৌম্য-তাসকিনদের উপর বিশ্বাস রাখছেন তামিম

ছবি:

গত এক বছর ধরেই বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটাররা প্রতাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছেন না। ফলে বাধ্য হয়েই পারফরমেন্স করার চাপটা পড়ছে সিনিয়র ক্রিকেটারদের ওপর। তারা নিজেদের প্রমাণও করছেন।
তরুণ ক্রিকেটারদের অফ ফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকেও। তবে, সাব্বির-সৌম্য-তাসকিনদের চেষ্টার কোনো ত্রুটি দেখছেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এই বাঁহাতি মনে করেন সিনিয়রদের সাথে পাল্লা দিয়ে জুনিয়ররা পারফর্ম করলে টাইগাররা আরও ভালো দল হিসেবে দাঁড়িয়ে যাবে।
এই প্রসঙ্গে তামিম বলেছেন, ‘তরুণদের কাছ থেকে যদি আরো বেশি অবদান পাওয়া যায়, তাহলে এটা দলের জন্য খুবই ভালো হবে। কিন্তু আমি আসলে সব সময় দেখি ওরা কঠোর পরিশ্রম করে। হয়তো বা রেজাল্টটা পাচ্ছে না। তবে আমি আশা করি খুব দ্রুত ওরা ফলাফলটা পাবে এবং আরো বেশি অবদান রাখতে পারবে জাতীয় দলের জন্য। যদি আমাদের চার-পাঁচজনের (সিনিয়রদের) সাথে ওরাও অবদান রাখতে শুরু করে, তাহলে আমরা আরো ভালো দল হয়ে দাঁড়াবো।’

প্রিমিয়ার লিগে এবার বেশ ভালো উইকেটেই খেলা হয়েছে। এমন উইকেটে দারুণ পারফরমেন্স করছেন তরুণ ব্যাটসম্যানরা। নিয়মিতই রান পাচ্ছেন এনামুল হক বিজয়-নাজমুল হোসেন শান্তরা। আরও বেশি তরুণরা যদি ভালো করতো তাহলে আরও ভালো হতো বলে মনে করেন তামিম।
তামিম জানিয়েছেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, এ বছরের উইকেট খুব ভালো ছিলো। তরুণরা যদি আরো একটু ভালো করতো, ভালো হতো। কিন্তু একেবারেই ভালো করে নাই, সেটা বলা ভুল হবে। বিজয় (এনামুল হক) রান করেছে, শান্ত (নাজমুল হোসেন) কিছুটা রান করেছে। এটা বলতে পারেন, আরো বেশি তরুণরা যদি রান করতো, তাহলে আরো ভালো হতো।’
তরুণ খেলোয়াড়রা অনেক সময় সিনিয়রদের চেয়েও বেশি পরিশ্রম করেন বলে জানিয়েছেন তামিম। তারা শুধু ফলটাই পাচ্ছেন না। এজন্য গেম প্লেনকে দায়ী করেছেন বাঁহাতি টাইগার ওপেনার। তরুণ ক্রিকেটাররাও সামনে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্স করবেন বলে বিশ্বাস তার।
তামিমের মতে, ‘জাতীয় দলে যে তরুণরা আছে, তারা খুব চেষ্টা করে। কখনো কখনো তারা আমাদের (সিনিয়রদের) চেয়েও বেশি পরিশ্রম করে। শুধু ফলাফলটা পাচ্ছে না। এটা গেমপ্ল্যানের কারণে হতে পারে। আমার বিশ্বাস, বেশি দিন নয়, ওরাও বড় বড় পারফর্ম্যান্স দেয়া শুরু করবে।’