promotional_ad

তামিমের আক্ষেপ

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগ দারুণ ভাবে জমে উঠেছে। শিরোপার দৌঁড়ে দারুণ ভাবে টিকে আছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চলতি লিগে খেলোয়াড়রাও আছেন দুর্দান্ত ফর্মে।


বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ডিপিএলের এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। তাছাড়া চলতি লীগে ৫ সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। নিয়মিতই রান পাচ্ছেন এনামুল হক বিজয় ও লিটন দাসরা।


দারুণ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ এই লীগে খেলতে না পেরে আক্ষেপে ???ুড়ছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। চলতি আসরে মোহামেডানের হয়ে খেলার কথা থাকলেও ইনজুরি আর জাতীয় দলের ব্যস্ততায় একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।



promotional_ad

এই প্রসঙ্গে তামিম বলেছেন, ‘ঢাকা লিগ খেলতে খুব উপভোগ করি। দুর্ভাগ্য, ইনজুরির কারণে খেলা হল না। ঘরোয়া ক্রিকেটের এমন একটা লিগ যেটা সবচেয়ে বেশি উপভোগ করি। এটার কোয়ালিটি অব ক্রিকেট অনেক উঁচুতে।'


খেলোয়াড়রা নিজেদের একশো ভাগের বেশি অবদান রাখার চেষ্টা করছে বলে বিশ্বাস তামিমের। এই বাঁহাতি এখন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরাকেই মূল লক্ষ্য হিসেবে স্থির করেছেন। সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি এর আগেই সুস্থ হতে চান এই ওপেনার।


তামিমের ভাষ্যমতে, 'খেলোয়াড়রা এখানে যে পরিমাণ এফোর্ট দেয়, সবাই যার যার দলের জন্য একশভাগের বেশি অবদান রাখে। এরকম লিগে না খেলতে পেয়ে আমি হতাশ। আবার মনে হয় ইনজুরি থেকে সেরে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। আশা করি তার আগেই সেরে উঠবো।’



তামিমের পুরোপুরি ফিট হতে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যাবে। জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে  মাঠে ফিরতে পারবেন বলে মনে করছেন তিনি। গতমাসে নিদাহাস ট্রফিতে ডাইভ দিতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম।


সেই চোট নিয়ে এই সিরিজের শেষ দুই ম্যাচ ও পিএসএলে এক ম্যাচ খেললেও পরবর্তীতে ব্যাথার কারণে আর খেলা হয়নি তার। ব্যাংকক থেকে বিশেষজ্ঞ দেখিয়ে ফেরার পর বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball