সাকিবকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না ইউসুফ পাঠান

ছবি:

দীর্ঘ ৭ বছর কলকাতার জার্সি গায়ে খেলার পর এবার নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। একই ভাবে তার কলকাতার সঙ্গী সাকিব আল হাসানও যোগ দিয়েছেন হায়দ্রাবাদে।
দুজনই স্পিন বোলিং অলরাউন্ডার হওয়ায় দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক। তবে, ইউসুফ পাঠান এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি সাকিবকে একজন সঙ্গী হিসেবেই বিবেচনা করেন।
এই ভারতীয় অলরাউন্ডার সাকিবকে একজন অসাধারণ অলরাউন্ডার হিসেবে দেখেন। সাকিবকে নিয়ে হায়দ্রাবাদের সাফল্যে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন ইউসুফ পাঠান।

ইউসুফের ভাষ্যমতে, "সাকিব আমার বেশ ভালো বন্ধু এবং সে অসাধারণ একজন অলরাউন্ডার। আমরা কলকাতা নাইট রাইডার্সেও একসাথে খেলেছি। তাই তাকে আমি প্রতিদ্বন্দ্বীর চেয়ে সঙ্গী হিসেবে বেশি বিবেচনা করি। আমরা একসাথে চেষ্টা করবো দলের সাফল্যে অবদান রাখতে।"
এদিকে, কলকাতা ইউসুফকে এবার রিটেইন না করায় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি। তবে, এখন সব কিছু ভুলে নতুন দল হায়দ্রাবাদকে নিয়েই সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান তিনি।
এই প্রসঙ্গে ইউসুফ বলেছেন, "না কোনো আক্ষেপ নেই। আমি সেখানে আমার সময়টা উপভোগ করেছি। আমি সর্বদাই স্মৃতিগুলোর দিকে ফিরে তাকাই। কিন্তু এখন সময় এগিয়ে যাওয়ার। আমি নতুন চ্যালেঞ্জের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"