সাকিবকে স্বাগত জানালো হায়দ্রাবাদ

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে সোমবার দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। দীর্ঘ ৭ বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলার পর, এবার নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন তিনি।
এই টাইগার অলরাউন্ডার নিরাপদেই হায়দ্রাবাদ পৌঁছেছে বলে নিশ্চিত করেছে হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি। তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছে।
যেখানে তারা লিখেছে, "অলরাউন্ডার সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছে এবং প্রথম খেলার জন্য তড় সইছে না।" এদিকে, আগামী ৭ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের এগারোতম আসর।

তবে সানরাইজার্সের জার্সি গায়ে প্রথম ম্যাচে আগামি ৯ এপ্রিল মাঠে নামার কথা রয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। একই দলের হয়ে আইপিএলের গত দুই আসরে খেলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
এবার অবশ্য তাকে দেখা যাবে তিন বারের আইপিএলের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে। দীর্ঘ দেড় মাসের ইনজুরি কাটিয়ে নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। খেলেছেন ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও।
আইপিএলে মাঠে নামার আগে বিসিবি লাল দল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে উজ্জ্বল পারফরমেন্স দেখাতে না পারলেও বল হাতে দারুণ ফর্মে আছেন এই অলরাউন্ডার।