অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

promotional_ad

জোহানেসবার্গে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে ৪৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে ৪ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা।


এবারই প্রথম বারের মতো ঘরের মাঠে অজিদের বিপক্ষে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। তাছাড়া প্রোটিয়াদের এই সিরিজ জয়ের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে দুটি রেকর্ড। রানের হিসেবে এটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জয়।


তাছাড়া টেস্ট ইতিহাসে এটি কোনো দলের চতুর্থ বৃহত্তম জয় হিসেবে জায়গা করে নিয়েছে। এর আগে এই মাঠেই ২০০৭ সালে নিউজিল্যান্ডকে ৩৫৮ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে হারের রেকর্ড।


১৯২৮ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ৬৭৫ রানের ব্যবধানে হেরেছিল অজিরা। যা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হারেরও রেকর্ড। এদিকে, জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনে ৬১২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে অজিরা অল আউট হয়েছে মাত্র ১১৯ রানে।


promotional_ad

প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডারের তোপের মুখে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটসম্যানরা। ফলে ম্যাচসেরা হয়েছেন সেই ফিল্যান্ডার। আর সিরিজ সেরা হয়েছেন আরেক প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।


আগের দিনের ৩ উইকেটে ৮৮ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে মাত্র ৩১ রান যোগ করেই বাকি ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন জো ব্রুন্স। পিটার হ্যান্ডসকম্বের ব্যাট থেকে এসেছে ২৪ রান।


এই দুই জন ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ভারনন ফিল্যান্ডার একাই তুলে নিয়েছেন ৬ উইকেট, দুটি উইকেট নিয়েছেন বিদায়ী টেস্ট খেলা মরনে মরকেল। কেশভ মহারাজ দখল করেছেন ১ টি উইকেট।


এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৮৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ২২১ রানে। ফলে ২৬৭ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা।


দ্বিতীয় ইনিংসে ৩৪৪ রান করে পোটিয়ারা দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬১২ রানের। এর জবাবে ব্যাট করতে নেমে ১১৯ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball