promotional_ad

আবাহনীর সুবিধার্থেই ভেন্যু অপরিবর্তিত রাখলো সিসিডিএম?

promotional_ad

ঢাকা  প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসর জমে উঠেছে। সুপার লীগের শেষ পর্যায়ে শিরোপার দৌঁড়ে এখন পর্যন্ত টিকে আছে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।


ডিপিএলের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আবাহনী লিমিটেড। তারপরই আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগামী পরশু ৫ এপ্রিল বৃহস্পতিবার সুপার লিগের পঞ্চম ও শেষ রাউন্ডে আবাহনী খেলবে সেই রূপগঞ্জের বিপক্ষেই।


এই ম্যাচটিই হতে চলেছে লীগ নির্ধারণী ম্যাচ। সবারই ধারণা ছিল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। আবাহনী-রূপগঞ্জের ম্যাচের ভেন্যু নিয়েই এখন যতো প্রশ্ন।


কারণ, সবার ধারণাকে মিথ্যে প্রমাণ করে ডিপিএলের তৃতীয় রাউন্ড শেষে চতুর্থ ও পঞ্চম রাউন্ডের সূচিতে আবাহনী বনাম লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলা রাখা হয়েছে বিকেএসপি মাঠে।আগামী ৫ এপ্রিল লিজেন্ডস অব রূপগঞ্জকে হারাতে পারলে লীগের শিরোপা জিতে নেবে আবাহনী।



promotional_ad

আর লিজেন্ড অফ রূপগঞ্জ বিজয়ী হলেই হিসেব পাল্টে যাবে। তখন তাকিয়ে থাকতে হবে শেখ জামাল আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচের দিকে। লিজেন্ডস অফ রূপগঞ্জের পাশাপাশি শেখ জামাল জিতে গেলে আবাহনীর সাথে পয়েন্ট সমান হয়ে যাবে তাদেরও।


ফলে পারষ্পরিক মোকাবিলায় জয়-পরাজয়ে লীগ ভাগ্য নির্ধারিত হবে। তবে এই জায়গায় এগিয়ে শেখ জামালই। তারা এই দুই দলের সাথে সাক্ষাতে চার ম্যাচে সর্বাধিক তিন জয় পেয়েছে ( দুবার লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আর একবার আবাহনীর সাথে)।


আর আবাহনীর আছে তিন ম্যাচে দুই জয় ( শেখ জামাল ও লিজেন্ডস অফ রূপগঞ্জের সাথে একবার করে)। এদিকে সূত্র মতে জানা গেছে আবাহনীর বিপক্ষে ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে, ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক ও ব্যবস্থাপক সংগঠন সিসিডিএমের কর্তাদের কাছে তা হালে পানি পায়নি।


এই প্রসঙ্গে সিসিডিএমের কো-অর্ডিনেটর আমিন খান  জানিয়েছেন, ‘হ্যা আমাদের কাছে ভেন্যু বদলের আবেদন জানানো হয়েছি। কিন্তু ২ এপ্রিল রাতেই চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে ভেন্যু বদল হবে না। খেলা বিকেএসপিতেই হবে।’



মূলত, ঢাকার অদূরে বিকেএসপির মাঠে সাধারণ দর্শকরা যেতে পারেন না। মিডিয়া কর্মীদের উপস্থিতিও কম থাকে। শিরোপা নির্ধারণী ম্যাচে এই সুযোগটাই কি নিতে চাইছে আবাহনী?


সূত্রঃ জাগো নিউজ ২৪



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball