ভারতীয় ক্রিকেটে যুক্ত হতে চায় ফেসবুক-গুগল

ছবি:

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের ক্রিকেট বাজারের পরিধিও অনেক বিশাল। এবার সেই বাজার ধরতে উঠেপড়ে লেগেছে শীর্ষ দুই প্রযুক্তি মাধ্যম গুগল ও ফেসবুক।
গত বছরের এপ্রিলেই ভারতীয় কোম্পানি স্টারকে সরিয়ে বিসিসিআই’র সঙ্গে ৫ বছরের চুক্তি করে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা অপ্পো। বিসিসিআইয়ের সঙ্গে ১০৭৯ কোটি টাকার চুক্তি করেছিল অপ্পো। এবার আগামী ৫ বছরের জন্য বিসিসিআইয়ের ডিজিটাল স্বত্ব কেনার জন্য লড়াইয়ে নেমেছে ফেসবুক ও গুগল।
এই দুই প্রতিষ্ঠানের সাথে বিসিসিআইয়ের ডিজিটাল স্বত্ব পেতে মরিয়া ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির জিও ইনফোকম লিমিটেড, হটস্টার, সনি পিকচার্স ও ইউপিটিভি। ২০১৮’র এপ্রিল থেকে ২০২৩’র মার্চ পর্যন্ত ডিজিটাল স্বত্ব বিক্রি করছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড ডিজিটাল স্বত্বের জন্য টেন্ডার প্রকাশ করেছিল চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। এরপর দ্বিপাক্ষিক অধিকারের ই–অকশন ২৭ মার্চ থেকে পিছিয়ে দেয়া হয় ৩ এপ্রিল। এই ই–অকশনকে তিনটি ভাগে বিভক্ত করেছে বিসিসিআই।
প্রথম ভাগটি হল গ্লোবাল টেলিভিশন রাইটস এবং রো ডিজিটাল রাইটস প্যাকেজ, দ্বিতীয়টিতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিজিটাল রাইটস প্যাকেজ, তৃতীয়টি গ্লোবাল কনসলিডেটেড রাইটস প্যাকেজ। ডিজিটাল স্বত্বের জন্য সম্ভাব্য বেস প্রাইস ধরা হচ্ছে ৮ কোটি টাকা।
পরবর্তী ৪ বছর প্রতিটা খেলার জন্য বেস প্রাইস নেমে আসবে ৭ কোটিতে। এদিকে টেলিভিশন স্বত্বের জন্য চড়া দাম হাকাচ্ছে বিসিসিআই। প্রথম বছরের বেস প্রাইস হবে ৩৫ কোটি টাকা ম্যাচ প্রতি। কিন্তু পরবর্তী ৪ বছর ম্যাচ প্রতি স্বত্বধারীদের গুনতে হবে প্রায় ৩৩ কোটি টাকা।