promotional_ad

মাশরাফির রেকর্ড ভাঙবেন কে?

promotional_ad

সোমবার খেলাঘরের বিপক্ষে ৩ উইকেট তুলে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে, রেকর্ড ছোঁয়ার দিনই আশা প্রকাশ করেছেন এই রেকর্ড যেনো কোনো পেসারই ভাঙেন।


গত মৌসুমেি চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৩৫ উইকেট দখল করে ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন বাঁহাতি টাইগার পেসার আবু হায়দার রনি। এক মৌসুম পরেই সেই রেকর্ড ভেঙে দিলেন মাশরাফি।


রেকর্ড গড়ে মাশরাফি ঠিকই আনন্দিত। তবে তিনি চান আগামী মৌসুমেই যেনো কেউ সেই রেকর্ড ভেঙে দেয়। কারণ তাহলেই বোঝা যাবে যে দেশের ঘরোয়া ক্রিকেট এগুচ্ছে।


এই প্রসঙ্গে মাশরাফি বলেছেন, “ভালো লাগছে যে রেকর্ড হয়েছে। তবে আমি চাই না এই রেকর্ড অনেক দিন স্থায়ী হোক। চাইব পরের বারই কেউ ভেঙে দিক। তাহলে বোঝা যাবে, আমাদের ঘরোয়া ক্রিকেট এগিয়ে যাচ্ছে।”



promotional_ad

বাংলাদেশের উইকেট বরাবরই পেসারদের জন্য কঠিন। মাশরাফির চাওয়া, কোনো পেসারই এই রেকর্ড ভাঙুক। তাতে দলগুলোর স্পিন নির্ভরতা কমবে বলে বিশ্বাস তার। ফলে তারা ভরসা পাবে পেসারদের ওপর।


মাশরাফির মতে, “আমি চাই, কোনো পেসার এই রেকর্ড ভাঙুক। বাংলাদেশের উইকেট-কন্ডিশনে পেসারদের কাজ কঠিন। তার পরও আগের রেকর্ড ছিল একজন পেসারের, এবার আমি ভাঙলাম। অন্য পেসাররাও ভালো করছে। তাতে স্পিনে অতি নির্ভরতা কমবে। তরুণ পেসাররা আরও উৎসাহিত হবে। দলগুলিও হয়ত ভরসা পাবে পেসারদের ওপর।”


মাশরাফি মনে করেন তার এই রেকর্ড ভেঙ্গে গুড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি ও কাজী অনিকরা। তাছাড়া অন্য কেউও চমকে দিতে পারেন বলে ধারণা মাশরাফির।


মাশরাফি বলেছেন, “মুস্তাফিজ যদি পুরো লিগ খেলে, তাহলে ভেঙে দিতে প???রে এই রেকর্ড। আবু জায়েদ রাহি আছে, সম্ভাবনাময়। রনি (আবু হায়দার) ৩৫টি নিয়েছে মানে আরও বেশিও নিতে পারে। এবার কাজী অনিক ভালো করেছে। কে জানে, হয়ত অন্য কেউ চমকে দিল!”



মাশরাফির মূল ভাবনাই এখন আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়। এভাবে দলটি শুরু করেছিল তাতে আরও আগেই চ্যাম্পিয়ন হওয়ার কথা তাদের। এমনতাই মন্তব্য করেছেন মাশরাফি।


মাশরাফির ভাষ্যমতে, "দল না জিতলে নিজের রেকর্ডের মূল্য আছে সামান্যই। গত দেড় মাস ধরে যে খেলে আসছি, সেটির সবকিছু এখন নির্ভর করছে শেষ ম্যাচে। আমরা যেভাবে শুরু করেছিলাম, আরও আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া উচিত ছিল। তার পরও সবকিছু এখনও আমাদের হাতেই আছে। আশা করি শেষ ম্যাচ জিতেই আমরা চ্যাম্পিয়ন হতে পারব।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball