সাকিবরা শিরোপা জিতবে, প্রত্যাশা লক্ষণের

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শক্তিশালী দল গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলটি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা তারকাকে দলে ভিড়িয়েছে এবার।
তাছাড়া, রশিদ খান, ভুবনেশ্বর কুমারদের মতো তরুণ সম্ভবনাময় ক্রিকেটারদের ধরে রেখেছে তারা। ফলে দলটি এবারও শিরোপার স্বপ্ন দেখছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন দলটির মেন্টর ভিভিএস লক্ষণ।
তিনি মনে করেন অকশন থেকে তারা পছন্দের সেরা খেলোয়াড়দেরই দলে ভেড়াতে পেরেছেন। সঙ্গে রেখে দিতে পেরেছেন নির্ভরযোগ্য খেলোয়াড়দের। তাই শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

লক্ষণের ভাষ্যমতে, "যাদের আমাদের টার্গেট ছিল অকশন থেকে আমরা তাদের বেশিরভাগকেই নিতে পেরেছি। আমরা রিটেইন করেছি অনেক ভালো খেলোয়াড়দের। আমরা আইপিএল জয় করতে সত্যিই উন্মুখ।"
দলে বেশ কয়েকজন চমৎকার প্রতিভা আছে বলে জানিয়েছেন লক্ষণ। দলের ব্যাটিং ডিপার্টমেন্ট ও বোলিং ডিপার্টমেন্ট নিজেদের প্রমাণ করতে পারলে ভালো কিছুর সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। তারা ভালো করলে হায়দ্রাবাদ শিরোপা জিতবে বলে বিশ্বাস এই সাবেক ভারতীয় ক্রিকেটারের।
এই প্রসঙ্গে লক্ষণ বলেছেন, "আমি আশা করি দলের বোলিং ডিপার্টমেন্ট ও ব্যাটিং ডিপার্টমেন্ট নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। আমাদের কিছু চমৎকার টেলেন্ট দলে আছে। তাই আমি নিশ্চিত তারা নিজেদের প্রমাণ করে হায়দ্রাবাদের হয়ে আইপিএল জিততে পারবে।"