মিচেল স্টার্কের বদলী টম কুরাম

ছবি:

সারে ও ইংল্যান্ডের হয়ে খেলা ফাস্ট বোলার টম কুরানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইনজুরির কারণে ছিটকে পড়া অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কের জায়গায় আইপিএলে সুযোগ পেয়েছেন এই তরুন ফাস্ট বোলার।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। এই বছরেই টি-টুয়েন্টি অভিষেক হয়েছে তার। এছাড়া ব্যাট হাতে লোয়ার অর্ডারে রান তুলতে সক্ষম এই কুরান।

ইতিমধ্যে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ২৩ বছর বয়সী টম কুরাম।
এবার আইপিএলে নিজের স্কিল দেখানোর সুযোগ পাচ্ছে এই পেস বোলিং অলরাউন্ডার। গতিতে মিচেল স্টার্কের সমকক্ষ না হলেও স্লোয়ার বল ও ইয়র্কারে মিশেলে ব্যাটসম্যানদের কাজ কঠিন করতে সক্ষম তিনি।
কলকাতার উইকেটও টম কুরানকে সাহায্য করবে। গত এক মৌসুম ধরে কলকাতার উইকেটে ব্যাপক পরিবর্তন এসেছে। ঐতিহ্যগত কলকাতার উইকেট স্পিন সহায়ক হলেও এখন ইডেন গার্ডেন্সে এখন সবুজ গালিচা দেখা যায়।