স্পিনে খেই হারাচ্ছে দোলেশ্বর

ছবি:

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লীগের ম্যাচে লড়ছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। কিন্তু টসে জিতে ব্যাটিংটা মোটেও ভালো করেনি শেখ জামালের ব্যাটসম্যানরা।
৩৮ ওভার ব্যাটিং করে ১৮৩ রানেই অলআউট হয়েছে তারা। জবাবে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে নেই ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। ২৫ ওভারে ৮৮ রান করতেই (রিপোর্ট লিখার সময়) চার উইকেট হারিয়েছে দলটি।
৩৩* রান নিয়ে উইকেটে আছেন ফাজলে মাহমুদ। তাকে সঙ্গ দিচ্ছেন শরিফুল্লাহ (৬*)। একটু আগেই ২৯ রান করে ফিরে গেছেন দলের আস্থাবান ব্যাটসম্যান মার্শাল আইয়ুব।
শেখ জামালের বোলারদের মধ্যে দুইটি উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম অপু। একটি উইকেট নিয়েছেন ইলিয়াস সানি। এই দিনের শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং করেছে শেখ জামালের ব্যাটসম্যানরা।

মাঝে অবশ্য একাই লড়েছেন তানবির হায়দার। ৪৩* রানে শেষপর্যন্ত উইকেটে ছিলেন তিনি। তবে জিয়াউর রহমান ছাড়া তাকে সঙ্গ দেননি কেউ। ৩৯ রান করে জিয়াউর রহমান আউট হলে তাসের ঘরের মতো ভেঙ্গে পরে শেখ জামালের ব্যাটিং লাইনআপ।
প্রাইম দোলেশ্বরের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জাকারিয়া মাসুদ। দুইটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক ফরহাদ রেজা এবং শরিফুল্লাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ- ১৮৩/১০ (৩৮ ওভার)
(তানবির হায়দার ৪৩*, জিয়াউর রহমান ৩৯, উম্মুখ চান্দ ২৭; জাকারিয়া মাসুদ ৩/১০)
প্রাইম দোলেশ্বরঃ- ৮৮/৪ (২৫ ওভার)
(ফাযলে মাহমুদ (৩৩*, মার্শাল আইয়ুব ২৯, ইমতিয়াজ হোসেন ১৪; নাজমুল ইসলাম ২/২৮)