শহীদে লন্ডভন্ড মমিনুলরা

ছবি:

ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার সিক্সের ম্যাচে মাঠে নেমেছে লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং গাজি গ্রুপ ক্রিকেটার্স। এদিন টসে জিতে গাজি গ্রুপকে ব্যাটিংয়ে পাঠান রুপগঞ্জ দলপতি নাইম ইসলাম।
নাইমের আমন্ত্রণে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রানে গুটিয়ে গিয়েছে গাজি গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান এসেছে অধিনায়ক জহুরুল ইসলামের ব্যাট থেকে।
এছাড়াও জাকির আলি করেন ৩০ রান। ওপেনার মেহেদি হাসান একপ্রান্ত ধরে রেখে ব্যাট করলেও বাকিরা আসা যাওয়ার মাঝেই ছিলেন। মেহেদির ব্যাট থেকে আসে ২১ রান।

রুপগঞ্জ পেসার মোহাম্মদ শহীদের দুর্দান্ত বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেননি মমিনুল-ইমরুল কায়েসরা। ২৬ রান দিয়ে শহীদ একাই নিয়েছেন ৪ উইকেট। জয়ের জন্য রুপগঞ্জের লক্ষ্য মাত্র ১৫৩ রান।
লিজেন্ডস অব রূপগঞ্জ স্কোয়াডঃ মুশফিকুর রহিম (আইকন), আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া, মোশাররাফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম।
গাজী গ্রুপ ক্রিকেটার্স স্কোয়াডঃ ইমরুল কায়েস (আইকন), আসিফ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, জাকের আলী, নাঈম হাসান, টিপু সুলতান, শহিদুল ইসলাম, নুরুজ্জামান, শফিউল হক, রাসেল আল মামুন, মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, আবু হায়দার।