'হায়দ্রাবাদের মূল শক্তি সাকিব'

ছবি:

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএল মাতাবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স আসন্ন মৌসুমে তাকে নিলামের জন্য উন্মুক্ত করে দেয়ার পর সেখান থেকে তাকে দলে ভেড়ায় হায়দ্রাবাদ।
আইপিএলে এর আগে আরও ৭ বছর খেলেছেন সাকিব। যেকারণে সেখানে খেলার ব্যাপারে অভিজ্ঞ একজন ক্রিকেটার তিনি। তাই তার এই অভিজ্ঞতাটাকেই কাজে লাগাতে চায় ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা।
ধারণা করা হচ্ছে সব ম্যাচেই হায়দ্রাবাদের মূল একাদশে থাকবেন এই অলরাউন্ডার। এমনকি ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন উইলিয়ামসন-ধাওয়ানদের মূল শক্তি সাকিব।

আসন্ন আইপিএল মৌসুম নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি ব্লগে এমনটাই জানান তিনি। সাবেক এই ভারতীয় ক্রিকেটার মনে করেন, সাকিব যেকোন দলের জন্যই একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
সে চার নম্বরে ব্যাটিং করার পাশাপাশি নেতৃত্ব দলকে সামনে থেকে দিতে জানে। এছাড়াও বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দলের জন্য কার্যকারী ভুমিকা রাখতে সক্ষম সে। তাই আমি মনে করি হায়দ্রাবাদের মূল শক্তি সাকিব।
হার্শার হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ান, মানিশ পান্ডে, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, দিপাক হুদা, মোহাম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল, বাসিল থাম্পি।