'ব্যাটসম্যান' মিরাজে মান বাঁচাল আবাহনী

ছবি:

মিরপুরের হোম অফ ক্রিকেটে চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার সিক্স পর্বে মুখোমুখি হয়েছে মাশরাফি-নাসিরদের আবাহনী এবং নাজিমউদ্দিনের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
এদিন টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খেলাঘর দলপতি নাজিমউদ্দিন। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আবাহনী। দুই ওপেনার আনামুল হক বিজয় এবং নাজমুল হোসেন শান্ত মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৪ রান।
বিজয় ২৭ করে ফিরলেও শান্ত তুলে নেন ফিফটি। তবে ব্যক্তিগত ৫৪ রানে শান্ত আব্দুল হালিমের বলে আউট হলে ম্যাচে ফেরে খেলাঘর। আবাহনীর ব্যাটসম্যানদের একাই নাকানি চুপানি খাওয়ান এই মিডিয়াম পেসার।

তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫৬ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে বসে আবাহনী। হালিম একাই তুলে নেন ৪ উইকেট। তবে সেখান থেকে আবাহনীকে টেনে তুলেন মিরাজ। তাসকিন আহমেদের সাথে জুটি গড়ে মিরাজ তুলে নেন ফিফটি।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৪১ রানে অল আউট হয় আবাহনী। মিরাজের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৫০ রান। খেলাঘরের পক্ষে আব্দুল হালিম ১০ রান দিয়ে নেন ৪ উইকেট।
আবাহনী একাদশঃ- এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটকিপার), ইয়াশপাল সিং, নাসির হোসেন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাক্লাইন সজিব।
খেলাঘর একাদশঃ- মাহিদুল ইসলাম অঙ্কন, সাব্বির (উইকেটকিপার), তানভীর ইসলাম, রবিউল ইসলাম, ইরফান আহমেদ, আঞ্জুম আহমেদ, নাজিমুদ্দিন (অধিনায়ক), মাসুম খান, সাদিকুর রহমান, আব্দুল হালিম, এন বধরা, মইনুল ইসলাম।