হায়দ্রাবাদের চার নম্বরের সমাধান সাকিবঃ হার্শা

ছবি:

বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। যেকারণে আসন্ন আইপিএল মৌসুমে খেলতে পারবেন না তিনি।
তাই তার পরিবর্তে হায়দ্রাবাদকে এবারের আসরে নেতৃত্ব দিবেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। তবে ওয়ার্নার দলে না থাকায় দলের ওপেনিং নিয়ে ঝামেলায় পড়তে হতে পারে হায়দ্রাবাদকে।
এমনটাই মনে করেন ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি মনে করেন, ওয়ার্নার দলে থাকলে একাদশ নিয়ে কোন চিন্তা করতে হত না তাদের। কিন্তু যেহেতু সে নেই তাহলে শিখর ধাওয়ান এবং কেন উইলিয়ামসনকে ইনিংসের শুরুটা করতে হবে।

আর ধাওয়ানকে বেশী আক্রমণাত্মক ভাবে খেলতে হবে। এছাড়াও সাবেক এই ভারতীয় ক্রিকেটার মনে করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তাদের দলে থাকায় মিডেল অর্ডারে সুবিধা পাবে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা।
ব্যাটিং লাইন-আপে সাকিব হতে পারেন তাদের চার নম্বরের সমাধান। কারণ সে একজন আক্রমণাত্মক ক্রিকেটার এবং বাংলাদেশ দলে সে সিনিয়র ক্রিকেটার। তাই সে তার দায়িত্বটা নিতে জানে।
হার্শার হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ান, মানিশ পান্ডে, সাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, দিপাক হুদা, মোহাম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কউল, বাসিল থাম্পি।