অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

ছবি:

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ৪০১ রানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান করে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে ৩৯ রান করে ওপেনার ডিন এলগার ও ৩৪ রান করে অপরাজিত আছেন অধিনায়ক ডু প্লেসিস। জোহানেসবার্গে গত শুক্রবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে তারা ৪৮৮ রান সংগ্রহ করে অলআউট হয়। প্রোটিয়াদের হয়ে ১৫২ রান করেন এইডেন মার্করাম। ৬৯ রান করেন এবি ডি ভিলিয়ার্স। ৯৫ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার হয়ে ২ টি উইকেট দখল করেন চ্যাড সেয়ার্স, ৩ উইকেট নেন নাথান লায়ন ও ৫ উইকেট ঝুলিতে নেন প্যাট কমিন্স।
জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২২১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে তারা প্রোটিয়াদের চেয়ে ২৬৭ রানে পিছিয়ে থেকে অল আউট হয়েছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ ৩টি করে উইকেট দখল করেন। বিদায়ী টেস্ট খেলতে নামা মরনে মরকেল ১ টি উইকেট নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৪৮৮/১০ (এইডেন মার্করাম ১৫২, এবি ডি ভিলিয়ার্স ৬৯, টেম্বা বাভুমা ৯৫)
(প্যাট কমিন্স ৮৩/৫, নাথান লায়ন ১৮২/৩, চ্যাড সেয়ার্স ৭৮/২)
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ২২১/১০ (উসমান খাজা ৫৩, টিম পেইন ৬২, প্যাট কমিন্স ৫০)
(ভারনন ফিল্যান্ডার ৩০/৩, কাগিসো রাবাদা ৫৩/৩, মরনে মরকেল ৩৪/১, কেশভ মহারাজ ৯২/১)
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস):১৩৪/৩ (ডিন এলগার ৩৯*, ডু প্লেসিস ৩৪*)
(প্যাট কমিন্স ৩৫/২, নাথান লায়ন ৪৪/১)